ভোট দেবেন না মেয়র আরিফুল হক, কোথায় কী করবেন জানুন

ঢাকা টাইমস ডেস্ক
| আপডেট : ২১ জুন ২০২৩, ০৯:২৮ | প্রকাশিত : ২১ জুন ২০২৩, ০৯:২৪
মেয়র আরিফুল হক চৌধুরী (ফাইল ফটো)

আজ বুধবার সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সিটি করপোরেশনের বতর্মান মেয়র আরিফুল হক চৌধুরী এই নির্বাচনে ভোট দিতে যাবেন না বলে জানিয়েছেন। এদিন তিনি ‘দাদার বাড়িতে গিয়ে আম কুড়াবেন’।

ভোটের আগের দিন মঙ্গলবার সিলেট কেন্দ্রিক একটি ইউটিউব চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমার দল এ নির্বাচনে যাচ্ছে না। গত ২০ তারিখে রেজিস্টারি মাঠে বক্তব্যে আমি সুস্পষ্ট করেছি যে এই প্রহসনের নির্বাচনে আমরা যাচ্ছি না। এ নির্বাচনে জনগণকেও আমরা বলছি, যে নির্বাচনে ভোটের অধিকার থাকবে না, যে নির্বাচনে আপনি অপনার ভোট যেখানে দেবেন, অন্য জায়গায় চলে যাবে, এই বক্তব্যগুলো আমি পরিস্কার করে বলছি।’

আরও পড়ুন>>সিলেট-রাজশাহীতে ভোটগ্রহণ চলছে

তিনি আরও বলেন, ‘নির্বাচনে কাউকে সমর্থন দেয়ার প্রশ্নই আসে না। আমি কাউকে সমর্থনও দিইনি, কাউকে কোনো উৎসাহিত করি নাই। কারণ আমি এই নির্বাচনে, যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিশ্বাসী, আমি সব ভাইবোনদেরকে অনুরোধ করব, যদি আপনারা আমাকে স্নেহ মমতা দিয়ে ভালোবাসেন, তাহলে এই প্রহসনের নির্বাচনে অংশগ্রহণ করবেন না।’

ভোটের দিন তিনি কী করবেন- এ প্রশ্নে বলেন, ‘এই গ্রীষ্মকালীন সময়ে আমরা দাদার বাড়িতে যেতে পারি নাই। আমি দাদার বাড়িতে যাচ্ছি, গিয়ে আম কুড়াব, আম খাব।’

তাহলে ভোটের দিন সিলেটে থাকছেন না- এই প্রশ্ন করতেই তিনি বলেন, ‘এই নির্বাচন কিসের নির্বাচন, এই নির্বাচনে তো আমরা অংশগ্রহণ করিনাই এবং এই নির্বাচন নিয়ে আমার কোনো আগ্রহ নেই।’

(ঢাকাটাইমস/২১জুন/এফএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :