সুনামগঞ্জে ৫ খালে অবৈধ দখলদারদের উচ্ছেদ শুরু
আদালতের নির্দেশে সুনামগঞ্জের পৌর শহরের গুরুত্বপূর্ণ পাঁচটি খাল অবৈধভাবে দখল করে রাখা দখলদারদের উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার সকালে সুনামগঞ্জ পৌর শহরের কামারখালের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়।
পৌর মেয়রের নেতৃত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন সেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভীনসহ প্রশাসনের একাধিক ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ পৌর শহরের পানির স্বাভাবিক প্রবাহ ঠিক রাখতে এই খালগুলো উদ্ধার সুনামগঞ্জের মানুষের দীর্ঘদিনের দাবি জানিয়ে আসলেও অদৃশ্য কারণে খালগুলো দখলমুক্ত করতে কোন তৎপরতা লক্ষ্য করা যায়নি। পরে পরিবেশবাদী সংগঠন বেলার দায়ের করা রিটে আদালত খাল উদ্ধারের আদেশ দেন।
পৌর শহরের স্থানীয় বাসিন্দা আরিফুর রহমানসহ অনেকেই জানান, শহরের পানি নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা খালগুলো দায়িত্বলীশদের দায়িত্বহীনতায় দখল দূষণে খালের ওপর গড়ে উঠেছে বসতঘর, দোকানপাট, সরকারি, বেসরকারি স্থাপনা। ফলে খালগুলো নালায় পরিণত হওয়ায় শহর থেকে পানি বের হতে না পারায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। আদালতের নির্দেশে এই খাল গুলো উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে দেখে স্বস্তি পেলাম। এখন জলাবদ্ধতা থেকে মুক্তিপাব।
পৌর শহরের বাসিন্দা সাকিল মিয়া জানান, অব্যাহত দখলের কারণে পানি নিষ্কাশনের খাল গুলো কোথাও কোথাও প্রায় নিশ্চিহ্ন হয়েছে। ফলে প্রতিবছর বর্ষা মৌসুমে শহরের জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। এখন এই খালগুলো উদ্ধারে করা হচ্ছে ভাল লাগছে আর জলাবদ্ধতার চরম দুর্ভোগের অবসান হবে পৌর বাসীর।
সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত জানান,আদালতের আদেশ প্রতিপালনে পৌর শহরের জলাবদ্ধতা নিরসনে খালগুলো উদ্ধার কার্যক্রম আজ থেকে শুরু হল। একে একে সব খাল দখল মুক্ত করা হবে।
(ঢাকাটাইমস/১৫জুলাই/এআর)