হিরো আলমকে মারধর, দুজনকে ধরেছে ডিবি পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুলাই ২০২৩, ১৯:১৯
অ- অ+

ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে মারধরের শিকার ঢাকা-১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনায় দুজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার বিকাল সাড়ে চারটার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুলের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটক দুজন হলেন- সানোয়ার গাজী ও শেখ শহীদুল্লাহ বিল্পব। ডিবি পুলিশ যখন তাদের আটক করে তখন নিজেদের বনানী থানা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দাবি করেন।

মারধরের শিকার হওয়ার পর হিরো আলমকে রাজধানীর রামপুরার বেটার লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে অবশ্য তিনি হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছেন। এর আগে সোমবার দুপুর ৩টার দিকে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটে। এরপরই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি জোরদার করা হয়।

স্বতন্ত্র প্রার্থী হিরো আলম বনানী মডেল স্কুল কেন্দ্র পরিদর্শনে গিয়ে বলেন, ‘কেন্দ্রগুলো থেকে আমার এজেন্টদের বের করে দেয়া হচ্ছে। আমার সঙ্গে কয়েকজন এজেন্ট আছে, তাদেরও বের করে দেয়া হয়েছে। তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে। এই নির্বাচন সুষ্ঠু হবে কি-না জানি না।’

এদিকে ঢাকা-১৭ আসনের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মনির হোসাইন খান দাবি করেছেন ঢাকা-১৭ আসনের নির্বাচন সুষ্ঠ হয়েছে। তবে এ নির্বাচনে একতারা প্রতীকের প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় যারা জড়িত ভিডিও দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজধানীর বনানী বিদ্যা নিকেতন কেন্দ্রে এসে তিনি এ কথা বলেন।

এর আগে গত ৪ জুন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক ইসির এক অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের বলেন, ঢাকা-১৭ ছোট একটি উপনির্বাচন। সেখানে মোতায়েনের জন্য যথেষ্ট ফোর্স আমাদের রয়েছে; দক্ষতাও রয়েছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে যা যা করণীয় সব ব্যবস্থা নেবে আইশৃঙ্খলা বাহিনী। ইসির চাহিদা অনুযায়ী সব ধরনের সহযোগিতা পুলিশের তরফ থেকে সব সময় থাকবে।’ উপনির্বাচন শতভাগ সুষ্ঠু না হলে নাকে খত দিয়ে পদত্যাগের ঘোষণা দেন ডিএমপি কমিশনার।

অন্যদিকে ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী ফয়জুল করিমের ওপর হামলা করা হয়। তখন স্থানীয় প্রশাসন জানায়, কে বা কারা তার ওপর হামলা করেছে তা শনাক্ত করে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১৭জুলাই/এসএস/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সকালের দুধ-চা নাকি লাল চা, পাকস্থলীর জন্য কোনটা ভালো?
চট্টগ্রাম বন্দরে রবি'র ৫-জি প্রযুক্তির সেবা প্রদানে সমীক্ষা যাচাই করবে এক্সেনটেক
গাজায় আল জাজিরার ৫ সাংবাদিককে হত্যা করল ইসরায়েল
ঢাকায় তাপমাত্রা বাড়তে পারে, শুষ্ক থাকবে আবহাওয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা