মানবতাবিরোধী অপরাধ: পিরোজপুরের চারজনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জুলাই ২০২৩, ১২:২০| আপডেট : ২০ জুলাই ২০২৩, ১২:৩৮
অ- অ+

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় পিরোজপুরের ভান্ডারিয়ার আব্দুল মান্নানসহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার চেয়ারম্যান মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেন।

দণ্ডিত আসামিরা হলেন- পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার হেতালিয়া এলাকার আব্দুল মান্নান হাওলাদার ওরফে আ. মান্নান ডিলার ওরফে মান্নাফ, একই এলাকার আশ্রাব আলী ওরফে আশরাফ আলী হাওলাদার, চরখালী এলাকার মো. মহারাজ হাওলাদার ওরফে হাতকাটা মহারাজ এবং নুরুল আমিন হাওলাদার।

এর মধ্যে নুরুল আমিন হাওলাদার পলাতক রয়েছেন।

মো. মহারাজ হাওলাদার জামিনে ছিলেন।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর সাহিদুর রহমান। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট গাজী এমএইচ তামিম।

মামলায় আসামিদের বিরুদ্ধে ২৪ জনকে হত্যা, একজনকে ধর্ষণ, তিন ব্যক্তি ও এক নারীকে গুলির অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

(ঢাকাটাইমস/২০জুলাই/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চীনের প্রস্তাবিত হাসপাতাল পিরোজপুরে চেয়ে ড. ইউনূসকে ডা. ইরানের চিঠি 
পিরোজপুরে ঘুমের ঔষধ খাইয়ে পুত্রবধূকে ধর্ষণ করল শ্বশুর
পিরোজপুরে অতিরিক্ত ভাড়া আদায় ও দ্রুতগতির অভিযোগে জরিমানা
পিরোজপুরের যুবলীগ কর্মী ‘মদ বাবু’ ঢাকায় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা