ঢাবির বঙ্গবন্ধু হল ডিবেটিং ক্লাবের নেতৃত্বে রেদওয়ান-হাসান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল ডিবেটিং ক্লাবের ২০২২-২৩ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার রাতে হল প্রাধ্যক্ষ ড. মো. আকরাম হোসেন, ক্লাবের মডারেটর ড. আবুল খায়ের ও হলের আবাসিক শিক্ষক ড. সাইদুর রহমানের স্বাক্ষরে এ কমিটি অনুমোদন দেয়া হয়।
নবগঠিত কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মো. রেদওয়ান মোল্লা এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী হাসান তারেক খান।
এছাড়া, আরাফাত হোসেন ও শামীম হোসেন মুমতাসিম ফুয়াদকে সহ-সভাপতি, নাভীন মাহমুদ ও আমিনুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক করে পরবর্তী এক বছরের জন্য মোট ২৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
ইংরেজি বিতর্কের জন্য মুতাসিম ফুয়াদকে আহ্বায়ক করে কমিটি করা হয়।
মনোনীত সভাপতি মো. রেদওয়ান মোল্লা বলেন, ‘বঙ্গবন্ধু হল ডিবেটিং ক্লাব আমাদের আবেগ ও ভালোবাসা জায়গা। এটার দায়িত্ব পালন করার সুযোগ পাওয়া নিঃসন্দেহে গৌরবের ব্যাপার। বঙ্গবন্ধু হল ডিবেটিং ক্লাব বিতর্ক অঙ্গনে অত্যন্ত সুপরিচিত নাম। ক্লাবটি অত্র হলের ছাত্রদের মধ্যে জ্ঞান ও যুক্তির যে বিপ্লব শুরু করেছে, আমরা এটির ধারা চলমান রাখব।’
‘আমাদের যুক্তি চেতনার মুক্তি’ এই স্লোগান নিয়ে বঙ্গবন্ধু হল ডিবেটিং ক্লাব বিতর্ক এবং বিতার্কিকদের মানোন্নয়নে কাজ করে যাবে বলে উল্লেখ করেন তিনি।
প্রসঙ্গত, বঙ্গবন্ধু হল ডিবেটিং ক্লাব ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই জাতীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতর্ক জগতে ক্লাবটি তার সাফল্যের স্বাক্ষর রেখে যাচ্ছে। বিতর্কে চ্যাম্পিয়ন ও রানার্স আপসহ বিভিন্ন বাংলা ও ইংরেজি বিতর্কে এ ক্লাবের বিতার্কিকরা তাদের কৃতিত্বের প্রমাণ রাখছেন।
ঢাকাটাইমস/২৬জুলাই/এসকে/এফএ

মন্তব্য করুন