পঞ্চগড়ে জামায়াতের মিছিলে পুলিশের সহযোগিতা চেয়ে আবেদন

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ জুলাই ২০২৩, ১৯:১০
অ- অ+

পঞ্চগড়ে শান্তিপূর্ণ মিছিল করতে পুলিশের সহযোগিতা চেয়ে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা। বৃহস্পতিবার বিকালে পুলিশ সুপার বরাবর এ আবেদন করা হয়।

জেলা জামায়াতের পক্ষ থেকে সাত সদস্যের একটি প্রতিনিধি দল পুলিশ সুপার কার্যালয়ে লিখিত আবেদনটি পৌঁছে দেন এবং প্রতিনিধি দলের সবাই পেশায় আইনজীবী। তবে পুলিশ সুপারের সঙ্গে সরাসরি দেখা করে আবেদন দেওয়ার সুযোগ না পেয়ে অভ্যর্থনায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের হাতে আবেদনটি জমা দেন।

জেলা জামায়াতের শুরা সদস্য আজিজুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন, মো. আকবর আলী, সাদিকুল আজিম, আব্দুল্লাহ আল মামুন, মুরাদ হাসান, ইলিয়াস আলী, রাহিদুল ইসলাম ও আবুল কালাম লাবু।

জেলা জামায়াতের অফিস সেক্রটারি আবু বক্কর সিদ্দিক স্বাক্ষরিত আবেদনে বলা হয়, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মী ও ওলামায়ে কেরামের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড় জেলা জামায়াত আগামী ৩০ জুলাই পঞ্চগড় শহরে শান্তিপূর্ণ মিছিল করবে।

জেলা জামায়াতের শুরা সদস্য ও প্রতিনিধি দলের প্রধান আজিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মী ও ওলামায়ে কেরামের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে আমরা শান্তিপূর্ণ মিছিল করতে চাই। আমাদের কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশের আন্তরিক সহযোগিতা চেয়ে আবেদন করেছি। আশা করি আমাদের আবেদন মঞ্জুর হবে এবং পুলিশের সব ধরনের সহযোগিতা পাবো।

(ঢাকাটাইমস/২৭জুলাই/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাক সেনাপ্রধানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, উত্তেজনা কমানোর উপায় খুঁজতে দুপক্ষকে আহ্বান
আ.লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবি: শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ
পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় কর্মকর্তার মৃত্যু
বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী আর নেই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা