একাদশ জাতীয় সংসদের ২৯০ এমপির শপথ বৈধ, আপিল খারিজ

একাদশ জাতীয় সংসদের ২৯০ সংসদ সদস্যের শপথ বৈধ ছিল। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চ এ রায় দিয়ে মঙ্গলবার আপিল খারিজ করে দেন।
এর আগে ২৯০ সংসদ সদস্যের শপথের বৈধতা নিয়ে রিট আবেদন খারিজের বিরুদ্ধে গত ২৭ জুলাই আপিল শুনানি শুরু হয়। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে চলে শুনানি।
পরবর্তী শুনানির জন্য ৩০ জুলাই দিন ধার্য করা হয়। সেদিন আপিল বিভাগের এক বিচারপতি অসুস্থ থাকায় আপিল শুনানি পিছিয়ে ১ আগস্ট দিন ধার্য করা হয়।
২০১৯ সালের ৩ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের ২৯০ সংসদ সদস্য শপথ নেন। এর আগে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়।
নির্বাচনের পর ২০১৯ সালের ১৪ জানুয়ারি রিট আবেদন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাহেরুল ইসলাম তৌহিদ। একই বছরের ১৮ ফেব্রুয়ারি রিট আবেদনটি খারিজ করে দেন হাইকোর্ট।
এরপর রিট আবেদনকারী ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন। গত ১২ জুন আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম আপিল শুনানির জন্য ২৭ জুলাই দিন ঠিক করে দেন।
(ঢাকাটাইমস/০১আগস্ট/ডিএম)

মন্তব্য করুন