পটুয়াখালীতে আধুনিক সেবাদানের লক্ষ্যে ভূমি কর্মকর্তাদের প্রশিক্ষণ

পটুয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ আগস্ট ২০২৩, ১৬:১০| আপডেট : ১২ আগস্ট ২০২৩, ১৬:২৬
অ- অ+

বাংলাদেশে ডিজিটাইলেজেশনের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে আধুনিক সেবা ও স্মার্ট ভূমি অফিস বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালী জেলার ভূমি কর্মকর্তাদের মানোন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভূমি মন্ত্রণালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলমের সভাপতিত্বে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি সচিব খলিলুর রহমান। ভার্চুয়ালি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক সিদ্দিকী, বিভাগীয় কমিশনার মো. শওকত আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ড সদস্য শশাঙ্ক শেখর ভৌমিক।

প্রশিক্ষণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওবায়দুর রহমান, আরডিসি রবিউল ইসলাম, পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুস সালাম আরিফ। এছাড়াও বিভিন্ন উপজেলার সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সার্ভেয়ারসহ ভূমি অফিসের অন্যান্য স্টাফ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১২ আগস্ট/ ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পটুয়াখালীতে কর্মসংস্থান ব্যাংকের ব্যবসায়িক উন্নয়ন সভা অনুষ্ঠিত
অক্ষয় পুণ্যলাভে কুয়াকাটায় সমুদ্রস্নানে হাজারো পুণ্যার্থীর ঢল
পটুয়াখালীতে হাত-পা মুখ বাঁধা মরদেহ উদ্ধার
পটুয়াখালীতে হত্যা মামলায় ২৩ জনের যাবজ্জীবন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা