পটুয়াখালীতে আধুনিক সেবাদানের লক্ষ্যে ভূমি কর্মকর্তাদের প্রশিক্ষণ

পটুয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১২ আগস্ট ২০২৩, ১৬:২৬ | প্রকাশিত : ১২ আগস্ট ২০২৩, ১৬:১০

বাংলাদেশে ডিজিটাইলেজেশনের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে আধুনিক সেবা ও স্মার্ট ভূমি অফিস বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালী জেলার ভূমি কর্মকর্তাদের মানোন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভূমি মন্ত্রণালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলমের সভাপতিত্বে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি সচিব খলিলুর রহমান। ভার্চুয়ালি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক সিদ্দিকী, বিভাগীয় কমিশনার মো. শওকত আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ড সদস্য শশাঙ্ক শেখর ভৌমিক।

প্রশিক্ষণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওবায়দুর রহমান, আরডিসি রবিউল ইসলাম, পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুস সালাম আরিফ। এছাড়াও বিভিন্ন উপজেলার সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সার্ভেয়ারসহ ভূমি অফিসের অন্যান্য স্টাফ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১২ আগস্ট/ ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :