লক্ষ্মীপুরে এইচএসসি পরীক্ষার্থীদের অশ্রুসিক্ত বিদায়
প্রিয় প্রতিষ্ঠান থেকে বিদায় বেলায় অশ্রুসিক্ত শিক্ষার্থীরা। প্রকাশ করেছেন আবেগঘন অনুভূতি। লক্ষ্মীপুরের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান অক্সফোর্ড মডেল কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে এমন পরিবেশ তৈরি হয়।
এরআগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার শহরের উত্তর তেমুহনিস্থ প্রতিষ্ঠানের হল রুমে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ আয়োজন করা হয়।
এ সময় প্রতিষ্ঠানের চেয়ারম্যান প্রফেসর জেডএম ফারুকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মো. গোলাম ফারুক পিংকু, আওয়ামী লীগ নেতা প্রকৌশলী খোকন পাল, জাকির হোসেন ভূঁইয়া আজাদ, বঙ্গবন্ধু পরিষদের জেলা সভাপতি শাহাজান কামাল, অক্সফোর্ড মডেল কলেজের অধ্যক্ষ মো. আশরাফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি, জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাহাবুব ইমতিয়াজ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পাটওয়ারী এবং জাতীয় শ্রমিক লীগ লক্ষ্মীপুর জেলা শাখার সদস্য সচিব বেল্লাল হোসেন ক্বারী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, শিক্ষাক্ষেত্রে লক্ষ্মীপুরে অক্সফোর্ড মডেল কলেজ অসামান্য অবদান রাখছে এবং ফলাফলে প্রতিবছর অভাবনীয় সাফল্য দেখাচ্ছে। সে সাথে অক্সফোর্ড মডেল কলেজের আগামীর সফলতা কামনা করেন বক্তারা।
প্রধান অথিথির বক্তব্যে অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন বলেন, মুজিব আদর্শকে অন্তরে লালন করতে হবে এবং আদর্শিক নাগরিক হিসেবে গড়ে উঠতে পড়াশুনার বিকল্প নেই। অক্সফোর্ড মডেল কলেজ আদর্শ শিক্ষার্থী গড়ার প্রতিষ্ঠান।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত এবং এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানের প্রভাষক ফয়েজ আহমাদ।
(ঢাকাটাইমস/১৫ আগস্ট/ ইএইচ)
মন্তব্য করুন