হোঁচট খেল রুশ মহাকাশযান, চাঁদের দক্ষিণ মেরু জয়ের দৌড়ে এগিয়ে গেল ভারত

ভারতীয় চন্দ্রযান ৩-এর ল্যান্ডার ‘বিক্রম’ অবতরণ পূর্ববর্তী কক্ষপথে প্রবেশ করেছে। প্রায় একই সময় রাশিয়ার মহাকাশযান লুনা ২৫-এর অবতরণ পূর্ববর্তী কক্ষপথে প্রবেশ করার কথা থাকলেও যান্ত্রিক গোলযোগের কারণে সেই কক্ষপথ বদলের প্রক্রিয়া সফল হয়নি। আপাতত চাঁদের দক্ষিণ মেরু জয়ের দৌড়ে এগিয়ে গেল ভারত। খবর হিন্দুস্তান টাইমসের।
গত পাঁচ দশকে এই প্রথম চাঁদের মাটিতে পা রাখার কথা রুশ মহাকাশযানের। গত সপ্তাহেই এই মহাকাশযানের উৎক্ষেপণ করা হয়। অত্যন্ত শক্তিশালী এক রকেটের মাধ্যমে দ্রুত গতিতে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেয় লুনা ২৫। এই আবহে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করা প্রথম দেশ হওয়ার দৌড়ে ভারতকে টেক্কা দিতে চলেছে রাশিয়ার লুনা ২৫। তবে তার আগে মহাশূন্যে হোঁচট খেতে হল।
ভারতের চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রম শনিবার গতি কমিয়ে অবতরণ পূর্ববর্তী কক্ষপথে প্রবেশ করে। রাত ২টার সময় সফলভাবে কক্ষপথ বদল এবং গতি পরিবর্তন করে বিক্রম। প্রায় একই সময় কক্ষপথ বদলে চাঁদের দোরগোড়ায় আসার কথা ছিল লুনা ২৫-এরও। সেই কক্ষপথ বদলের সময় সমস্যার সম্মুখীন হয় মহাকাশযানটি। এর জেরে সফলভাবে কক্ষপথ বদল করতে পারেনি লুনা ২৫।
চন্দ্রযান ৩-এর প্রায় একমাস পরে উৎক্ষেপণ করা হয়েছিল লুনা ২৫। ২১ আগস্ট এই মহাকাশযানটি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে পারে বলে মনে করা হচ্ছে।
চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রম চাঁদের মাটিতে পা রাখার কথা ২৩ আগস্ট। তবে এর আগেই শনিবার রাতে ‘অস্বাভাবিক পরিস্থিতি’র মুখে পড়ে লুনা ২৫।
ঢাকাটাইমস/২০আগস্ট/এফএ)

মন্তব্য করুন