বিএনপি ‘সময়’ ও ‘একাত্তর’ টিভি বয়কটের ঘোষণা দেওয়ায় অ্যাটকোর গভীর উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২২ আগস্ট ২০২৩, ১৬:০৩

বিএনপির পক্ষ থেকে বেসরকারি টিভি চ্যানেল ‘সময় টেলিভিশন’ ও ‘একাত্তর টিভি’ বয়কটের ঘোষণায় গভীর উদ্বেগ জানিয়েছে এসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)।

বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠনটির সভাপতি অঞ্জন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে অ্যাটকো বলেছে, সম্প্রতি বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য দিয়ে সময় টিভি এবং একাত্তর টিভিকে বয়কটের ঘোষণা দেওয়া হয়েছে। অ্যাটকো মনে করে, এ ধরনের ঘোষণা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ।

এমন বয়কটের ঘোষণার প্রতিবাদ জানিয়ে অ্যাটকো ‘ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকতে’ রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, গেল ৭ আগস্ট বেসরকারি টিভি চ্যানেল সময় ও একাত্তরের টকশো বর্জন করতে দলের নেতাদের সিদ্ধান্ত দেয় বিএনপি।

সংবাদমাধ্যমে এটি খবর হয়ে আসার পর দলটির পক্ষ থেকে বলা হয়, কয়েকটি টিভি চ্যানেলের মালিকপক্ষ সরকারি দলকে খুশি করতে উলঙ্গভাবে বিএনপির বিরুদ্ধে, বিশেষ করে তাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে শত্রুতামূলক প্রতিবেদন করে চলছে।

বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, কখনো কখনো টিভিতে টকশো উপস্থাপক অথবা উপস্থাপিকাসহ গোটা মঞ্চটাই পরিকল্পিতভাবে সাজানো হয় বিএনপিকে হেয় করতে।

(ঢাকাটাইমস/২২আগস্ট/এএ/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :