পুলিশ সার্ভিস ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদ গঠন, দায়িত্ব পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ আগস্ট ২০২৩, ১৭:২৬

বাংলাদেশ পুলিশ সার্ভিস ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদ-২০২৩ গঠন করা হয়েছে। ১৪ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সভাপতি করা হয়েছে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামকে। আর সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান।

২০ আগস্ট এই কমিটির অনুমোদন দেয় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশ। তাতে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষর করেছেন।

পুলিশ সার্ভিস ফাউন্ডেশনের নতুন কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহ-সভাপতি হয়েছেন শিল্প পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. মাহাবুবর রহমান, সহ-সভাপতি হয়েছেন ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ হয়েছেন পুলিশ সদরপদপ্তরের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আনোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

এছাড়া পরিচালক হয়েছেন- পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি মো. আতিকুর রহমান, পুলিশ সদরদপ্তরের ডিআইজি মো. আনোয়ার হোসেন, পুলিশ সদরদপ্তরের ডিআইজি (প্রশাসন) মো. আমিনুল ইসলাম, এপিবিএনের ডিআইজি মোল্যা নজরুল, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, ডিএমপির ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ, ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।

একই দিন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশেনের ‘বিভাগীয় কার্যনির্বাহী কমিটি’ গঠন করা হয়েছে।

আরও পড়ুন>পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশেনের ‘বিভাগীয় কার্যনির্বাহী কমিটি’ গঠন

(ঢাকাটাইমস/২২আগস্ট/এসএস/ইএস)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :