অটোচালককে হত্যার পর মাটিচাপা, ২১ দিন পর মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ১১:২৫ | প্রকাশিত : ২৫ আগস্ট ২০২৩, ১০:২০

কুষ্টিয়ার সদর উপজেলার জগতি এলাকা থেকে নিখোঁজ হওয়ার ২১ দিন পর মাটিচাপা অবস্থায় নাজির আহাম্মেদ হিরু নামের এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে কুষ্টিয়া শহরের বাণী সিনেমা হলের পেছনের একটি আমবাগান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

অটোচালক নাজির আহাম্মেদ হিরু কুষ্টিয়া সদর উপজেলার জগতি এলাকার বশির উদ্দিন মাস্টারের ছেলে।

এর আগে গত ৩ আগস্ট দুপুরের খাওয়া শেষ করে অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয় হিরু। তার পর থেকেই সে নিখোঁজ ছিলো। পরে নিখোঁজের বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এবং তার সন্ধান চেয়ে সাংবাদ সম্মেলন করে পরিবার।

এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) পলাশ কান্তি নাথ বলেন, হিরু নিখোঁজের পর শহরের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এবং তথ্য-প্রযুক্তির সহযোগিতায় এই ঘটনায় জড়িত সন্দেহে তুষার নামের এক যুবককে আটক করে পুলিশ। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে হিরুকে হত্যা এবং লাশ গুমের উদ্দেশ্যে মাটিচাপা দেওয়ার কথা স্বীকার করে।

এ ঘটনায় হিরুর পরিবারের পক্ষ থেকে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৫ আগস্ট/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :