আওয়ামী লীগ উন্নয়নের চেয়ে দুর্নীতি বেশি করেছে: চুন্নু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৫৫ | প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৫০

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আওয়ামী লীগ উন্নয়নের চেয়ে দুর্নীতি বেশি করেছে। আওয়ামী লীগের আমলেই দেশ থেকে বেশি টাকা পাচার হয়েছে। আর দেশকে চারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে বিএনপি। বিএনপির দুর্নীতি ও দুঃশাসনের কথা এখনো ভোলেনি দেশের মানুষ। আওয়ামী লীগ ও বিএনপিকে দেশের মানুষ আর রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। তিনি বলেন, দেশের মানুষ জাতীয় পার্টিকে বিশ্বাস করে। দেশের মানুষ জাতীয় পার্টির ওপর আস্থা রাখতে চায়। জাতীয় পার্টিকেই দেশের মানুষ আবারো রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। তাই জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।

শনিবার দুপুরে জাপার বনানী কার্যালয়ে মুজিবুল হক চুন্নুর জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য মোখলেছুর রহমান বস্তু ব্যক্তিগতভাবে মহাসচিবের জন্মদিনের এই অনুষ্ঠানের আয়োজন করেন। জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটেন। এসময় জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রিয় মহাসচিবকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

জন্মদিনের আয়োজনে মজিবুল হক চুন্নু নেতাকর্মীদের উদ্দেশে বলেন, নেতৃত্বের প্রতি অবিচল থাকতে হবে। যারা দলীয় সিদ্ধান্তের বাইরে অবস্থান নেবেন তাদের ভবিষ্যৎ ভালো হবে না। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এরশাদের রাজনৈতিক উত্তরসুরি হচ্ছেন তাঁর ভাই গোলাম মোহাম্মদ কাদের এমপি। দেশ-বিদেশে এটাই প্রতিষ্ঠিত জিএম কাদের এর নেতৃত্বেই জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে। গোলাম মোহাম্মদ কাদের এমপির নেতৃত্বেই জাতীয় পার্টি সাফল্যের শিখরে পৌঁছাবে।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, মীর আব্দুস সবুর আসুদ, চেয়ারম্যানের উপদেষ্টা নুরুল ইসলাম তালুকদার এমপি, হেনা খান পন্নী, এডভোকেট লাকী বেগম, খান মোহাম্মদ ইস্রাফিল খোকন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মমতাজ উদদীন, মো: খলিলুর রহমান খলিল, এডভোকেট জিন্নাহ, সাবেক সংসদ সদস্য কাজী ফারুক খান, ভাইস চেয়ারম্যান শফিউল্লাহ শফি, জাহাঙ্গীর আলম পাঠান, মো. জসীম উদ্দিন ভূঁইয়া, সালাহ উদ্দিন আহমেদ মুক্তি, যুগ্ম মহাসচিব সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, দপ্তর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান প্রমুখ।

ঢাকাটাইমস/০২সেপ্টেম্বর/জেবি/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

আ.লীগের যৌথসভা শুক্রবার

উপজেলা নির্বাচনেও জনগণ সরকারকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে: সালাম

প্রাণহানি ছাড়া নির্বাচন, সন্তোষজনক: কাদের

উপজেলা নির্বাচনের কেন্দ্রগুলো খাঁ খাঁ করেছে: মেজর হাফিজ

নামে বিরোধী দল, থাকেন সরকারি দলের ভেতরে: চুন্নুকে ব্যারিস্টার সুমন

ফাইভ পার্সেন্ট ডামি সরকার সব অর্থনৈতিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিচ্ছে: এবি পার্টি

প্রহসনের নির্বাচনে নিজেদের বিজয়ী দাবি করা ব্যক্তিরা নির্লজ্জ: নজরুল ইসলাম 

সীমান্তে হত্যাকাণ্ডের জন্য ভারতকে কড়া হুঁশিয়ারি রাশেদ প্রধানের

ডামি সরকারের আত্মা বিক্রির জন্য সীমান্তে দেশের জনগণের প্রাণ যাচ্ছে: রিজভী

ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন মির্জা ফখরুল

এই বিভাগের সব খবর

শিরোনাম :