বিশ্বকাপে প্রথম বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১৮:২৪
অ- অ+

আগামী অক্টোবরে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ারিং করার সুযোগ পেয়েছেন বাংলাদেশের শরফুদ্দৌলা। আর এর মাধ্যমে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে বিশ্বকাপের মঞ্চে আম্পায়ারিংয়ের সুযোগ পেলেন তিনি।

বিশ্বকাপকে সামনে রেখে ১৬ সদস্যের আম্পায়ার প্যানেল ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তবে শুধু লিগপর্বের ম্যাচগুলোর জন্য এই ১৬ জনের তালিকায় প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় ঠাঁই পেয়েছেন শরফুদ্দৌলা। এর আগে যা অন্য কোনো বাংলাদেশি আম্পায়ারের সুযোগ হয়নি।

এর আগে ২০১১ বিশ্বকাপে আম্পায়ারিংয়ে নাম ছিল সাবেক বাঁহাতি স্পিনার এনামুল হকের।কিন্তু মাঠে কিংবা টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতে পারেননি। ছিলেন রিজার্ভ আম্পায়ার হিসেবে। তবে শরফুদ্দৌলা সেই সুযোগটি পাবেন।

বিশ্বকাপের আম্পায়ার প্যানেল:

ক্রিস্টোফার গ্যাফানি, কুমার ধর্মসেনা, মারাইস ইরাসমাস, মাইকেল গফ, নীতিন মেনন, পল রাইফেল, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটলবোরো, রড টাকার, জোয়েল উইলসন, আহসান রাজা এবং অ্যাড্রিয়ান হোল্ডস্টক, শরফুদ্দৌলা ইবনে শহীদ, পল উইলসন, অ্যালেক্স ওয়ার্ফ ও ক্রিস ব্রাউন।

বিশ্বকাপের ম্যাচ রেফারি প্যানেল:

জেফ ক্রো, অ্যান্ডি পাইক্রফট, রিচি রিচার্ডসন ও জাভাগাল শ্রীনাথ।

(ঢাকাটাইমস/০৮সেপ্টেম্বর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ক্ষমতার জন্য বিএনপি রাজনীতি করে না: আমিনুল হক 
দেশে এক দিনে বজ্রপাতে শিশুসহ ১০ মৃত্যু
জুলাই শহীদকন্যা ধর্ষণ মামলায় পলাতক সেই কিশোর গ্রেপ্তার
জামায়াত নেতা আ জ ম ওবায়দুল্লাহ আর নেই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা