বিশ্বকাপে প্রথম বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা

আগামী অক্টোবরে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ারিং করার সুযোগ পেয়েছেন বাংলাদেশের শরফুদ্দৌলা। আর এর মাধ্যমে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে বিশ্বকাপের মঞ্চে আম্পায়ারিংয়ের সুযোগ পেলেন তিনি।
বিশ্বকাপকে সামনে রেখে ১৬ সদস্যের আম্পায়ার প্যানেল ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তবে শুধু লিগপর্বের ম্যাচগুলোর জন্য এই ১৬ জনের তালিকায় প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় ঠাঁই পেয়েছেন শরফুদ্দৌলা। এর আগে যা অন্য কোনো বাংলাদেশি আম্পায়ারের সুযোগ হয়নি।
এর আগে ২০১১ বিশ্বকাপে আম্পায়ারিংয়ে নাম ছিল সাবেক বাঁহাতি স্পিনার এনামুল হকের।কিন্তু মাঠে কিংবা টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতে পারেননি। ছিলেন রিজার্ভ আম্পায়ার হিসেবে। তবে শরফুদ্দৌলা সেই সুযোগটি পাবেন।
বিশ্বকাপের আম্পায়ার প্যানেল:
ক্রিস্টোফার গ্যাফানি, কুমার ধর্মসেনা, মারাইস ইরাসমাস, মাইকেল গফ, নীতিন মেনন, পল রাইফেল, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটলবোরো, রড টাকার, জোয়েল উইলসন, আহসান রাজা এবং অ্যাড্রিয়ান হোল্ডস্টক, শরফুদ্দৌলা ইবনে শহীদ, পল উইলসন, অ্যালেক্স ওয়ার্ফ ও ক্রিস ব্রাউন।
বিশ্বকাপের ম্যাচ রেফারি প্যানেল:
জেফ ক্রো, অ্যান্ডি পাইক্রফট, রিচি রিচার্ডসন ও জাভাগাল শ্রীনাথ।
(ঢাকাটাইমস/০৮সেপ্টেম্বর/এমএম)

মন্তব্য করুন