বিশ্বকাপের ‘গোল্ডেন টিকিট’ পেলেন শচীন

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:১১

ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে বিশ্বকাপের ‘গোল্ডেন টিকিট’ হস্তান্তর করেছেন বিসিসিআই এর সচিব জয় শাহ। নিজের ভেরিফাইড ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে জয় শাহের সঙ্গে ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন শচীন।

মূলত আসন্ন বিশ্বকাপের প্রচারণার অংশ হিসেবে ‘গোল্ডেন টিকিট’ এর ব্যবস্থা করেছে বিসিসিআই। ভারতের বিভিন্ন খাতের গণ্যমান্য ব্যক্তিদের দেওয়া হবে এই টিকিট। কয়েকদিন আগে প্রথম ব্যক্তি হিসেবে এই টিকিট পান ভারতের অভিনয় জগতের কিংবদন্তি অমিতাভ বচ্চন। শুক্রবার সকালে শচীনের বাড়িতে গিয়ে দ্বিতীয় টিকিটটি তার হাতে তুলে দেন জয় শাহ।

বিশেষ এই টিকিটে থাকছে বিশ্বকাপের সকল ম্যাচ দেখার সুযোগ। ভিআইপি গেট দিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে। পাশাপাশি যার কাছে এই টিকিট থাকবে, তিনি খেলা দেখবেন বিসিসিআইয়ের অতিথি হিসাবে।

টিকিট পেয়ে নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে শচীন লিখেন, ‘১৯৮৭ সালের বিশ্বকাপে বল বয় হিসাবে কাজ করা থেকে শুরু করে ১৯৯২ থেকে ২০১১ পর্যন্ত ছয়টি বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করা এবং এখন ২০২৩ সালে এই ‘গোল্ডেন টিকিট’ পাওয়া- এটি সত্যিই স্বপ্ন থেকে বোনা একটি যাত্রা। ধন্যবাদ আইসিসি ও বিসিসিআই’।

আগামী ৫ অক্টেবর আহমেদাবাদে গত আসরের দুই ফাইনালিস্ট নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ।

(ঢাকাটাইমস/০৯সেপ্টেম্বর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :