বৃষ্টি শেষে রিজার্ভ ডের খেলা শুরু

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২৯
অ- অ+
লোকেশ রাহুল

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে খেলতে নামে ভারত। কিন্তু বৃষ্টির কারণে একটি ইনিংসও পুরোপুরি শেষ হয়নি। রিজার্ভ ডেতেও দেখা দেয় বৃষ্টি। অবশেষে থামল বৃষ্টি। শুরু হয়েছে খেলা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেটে ১৬৩ রান তুলেছে ভারত। এখন ২২ রানে লোকেশ রাহুল ও ১৯ রানে বিরাট কোহলি অপরাজিত রয়েছেন।

গতকাল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে খেলা বন্ধ হওয়ার আগে ২৪.১ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৪৭ রান করে ভারত। বিরাট কোহলি ৭ রানে ও লোকেশ রাহুল ১৭ রানে অপরাজিত থাকেন।

এর আগে ম্যাচের শুরুতে টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তানি দলনেতা বাবর আজম। টস হেরে ব্যাট করতে নেমে ভারতকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। দ্রুত রান তুলতে থাকা এই দুই ব্যাটার ওপেনিং জুটিতে করেন ১২১ রান।

এই দুজনই ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেছেন। ফিফটি পূরণের পর শাদাব খানের বলে আউট হওয়ার আগে ৫৬ রান করেন রোহিত। মাত্র ৪৯ বলে খেলা তার এই ইনিংসটি ছয়টি চার ও চারটি ছয়ে সাজানো। এদিকে ৫২ বলে ১০টি চারের সাহায্যে ৫৮ রান করে আউট হয়েছেন শুভমান গিল।

(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা