পাকিস্তানকে বড় ব্যবধানে হারাল ভারত

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০০:১০
অ- অ+

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে পাত্তাই দিলো না ভারত। হারিয়েছে ২২৮ রানের বড় ব্যবধানে। শুরুতে নেমে ৫০ ওভারে ২ উইকেটে ৩৫৬ রান তুলে ভারত। জবাবে মাত্র ১২৮ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

হাই-স্কোরিং ম্যাচে রান তাড়া করতে নেমে ভারতীয় স্পিনার কুলদীপ যাদবের ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারেননি পাকিস্তানি ব্যাটাররা। দুই অঙ্কের ঘর স্পর্শ করেছেন কেবল চারজন ব্যাটার। সর্বোচ্চ ২৭ রান করেন ফখর জামান। ২৩ রান করে করেন আঘা সালমান ও ইফতেখার। বাবর করেন ১০ রান।

ভারতের পক্ষে সর্বোচ্চ ৫টি উইকেট নেন কুলদীপ যাদব। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন তিনজন বোলার।

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে খেলতে নামে ভারত। কিন্তু বৃষ্টির কারণে একটি ইনিংসও পুরোপুরি শেষ হয়নি। রিজার্ভ ডেতেও দেখা দেয় বৃষ্টি।

বৃষ্টি থামার পর খেলা শুরু হলে ভারতের পক্ষে ব্যাট করতে নামেন দুই অপরাজিত ব্যাটার লোকেশ রাহুল ও বিরাট কোহলি। এই দুই ব্যাটারের কাউকেই আউট করতে পারেননি ভারতীয় বোলাররা। দুজনই খেলে যান শেষ পর্যন্ত। অর্ধশতকের পর দুজনই ব্যক্তিগত শতক তুলে নিয়েছেন।

দুজনের গড়েন ২৩৫ রানের অপ্রতিরোধ্য জুটি। ১২২ রানে অপরাজিত থাকেন বিরাট কোহলি। মাত্র ৯৪ বলে খেলা তার এই ইনিংসটি নয়টি চার ও তিনটি ছয়ে সাজানো। অন্যদিকে রাহুল অফরাজিত থাকেন ১১১ রানে। ১০৬ বলে খেলা তার এই ইনিংসটি ১২টি চার ও দুটি ছয়ে সাজানো।

গতকাল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে খেলা বন্ধ হওয়ার আগে ২৪.১ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৪৭ রান করে ভারত। বিরাট কোহলি ৭ রানে ও লোকেশ রাহুল ১৭ রানে অপরাজিত থাকেন।

এর আগে ম্যাচের শুরুতে টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তানি দলনেতা বাবর আজম। টস হেরে ব্যাট করতে নেমে ভারতকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। দ্রুত রান তুলতে থাকা এই দুই ব্যাটার ওপেনিং জুটিতে করেন ১২১ রান।

এই দুজনই ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেছেন। ফিফটি পূরণের পর শাদাব খানের বলে আউট হওয়ার আগে ৫৬ রান করেন রোহিত। মাত্র ৪৯ বলে খেলা তার এই ইনিংসটি ছয়টি চার ও চারটি ছয়ে সাজানো। এদিকে ৫২ বলে ১০টি চারের সাহায্যে ৫৮ রান করে আউট হয়েছেন শুভমান গিল।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
ক্ষমতার জন্য বিএনপি রাজনীতি করে না: আমিনুল হক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা