টস জিতে ব্যাটিংয়ে ভারত

কলম্বোর আর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় দলনেতা রোহিত শর্মা। ফলে ফিল্ডিংয়ে নেমেছে শ্রীলঙ্কা।
দুদলই সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে জিতেছে। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছে লঙ্কানরা। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২২৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সুপার ফোরের খেলা শুরু করেছে ভারতীয় ক্রিকেট দল। আজ জিতলে ফাইনাল নিশ্চিত হবে তাদের।
ভারত একাদশ:
রোহিত শর্মা(অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ইষাণ কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্রো জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাস্প্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।
শ্রীলঙ্কা একাদশ:
পাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, সাদেরা সামারাবিক্রমা, চারিথ আশালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা(অধিনায়ক), দুনিথ ওলেল্লাগে, মাহেশ থিকসানা, কাসুন রাজিথা ও মাথিশা পাথিরানা।
(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/এমএম)

মন্তব্য করুন