লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

লক্ষ্মীপুরে পুলিশের দুই মামলা জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কারাবন্দি ছাত্রদলের ২৪ নেতাকর্মীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
এ সময় কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদ জানায় নেতকর্মীরা।
শনিবার জেলা ছাত্রদলের ব্যানারে শহর ব্রিজ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে পুরাতন গোহাটা এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলে জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান লিটন, চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহবায়ক ভিপি বেলাল হোসেন, সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবদুল আজিজ মিশু, যুগ্ম-সাধারণ সম্পাদক আমির হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক রেজওয়ান হোসেন আকবর, জেল কৃষকদলের সাংগঠনিক সম্পাদক নাছির আলম মিশনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়।
(ঢাকাটাইমস/১৬ সেপ্টেম্বর/ইএইচ)

মন্তব্য করুন