খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার তবিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ২১:৩৪

খুলনা বিভাগের অতিরিক্ত কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে যুগ্মসচিব মো. তবিবুর রহমানকে। বর্তমানে তিনি খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের সচিবের দায়িত্ব পালন করছেন। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের সচিব (যুগ্মসচিব) মো. তবিবুর রহমানকে খুলনা বিভাগের অতিরিক্ত কমিশনার করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এদিকে পৃথক আরেক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) চন্দন কুমার দে সরকারি চাকরি থেকে অবসরে যাচ্ছেন। অবসর গমনের সুবিধার্থে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হলো।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/এসএস/কেএম)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :