খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার তবিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ২১:৩৪
অ- অ+

খুলনা বিভাগের অতিরিক্ত কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে যুগ্মসচিব মো. তবিবুর রহমানকে। বর্তমানে তিনি খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের সচিবের দায়িত্ব পালন করছেন। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের সচিব (যুগ্মসচিব) মো. তবিবুর রহমানকে খুলনা বিভাগের অতিরিক্ত কমিশনার করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এদিকে পৃথক আরেক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) চন্দন কুমার দে সরকারি চাকরি থেকে অবসরে যাচ্ছেন। অবসর গমনের সুবিধার্থে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হলো।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/এসএস/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশে  নিষেধাজ্ঞা
জেডআরএফ’র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক মোর্শেদ
শ্রীপুরে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দুপক্ষের সংঘর্ষ, পুলিশের এসি-ওসিসহ আহত ১০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা