শিশুদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে হবে: এমপি ফরিদা

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ২১:২৩

সংরক্ষিত নারী আসন-৩৩ এর সাংসদ ফরিদা খানম সাকি বলেছেন, শিশুদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে হবে। শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে, কারণ আমাদের এই শিশুরা আগামীর ভবিষ্যৎ। তাই তাদের নীতি আদর্শ ও দেশপ্রেম শিক্ষা দিতে হবে।

মঙ্গলবার বিকালে চাটখিল অডিটোরিয়ামে স্মার্ট সিটিজেন তৈরিতে প্রাথমিক শিক্ষার ভূমিকা শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া।

উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ সদস্য ও নোয়াখালী মুজিব বাহিনীর প্রধান মাহমুদুর রহমান বেলায়েত, চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবির, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, অরচার্ড গ্রুপের চেয়ারম্যান ড. মোহাম্মদ ফারুক, চাটখিল পৌরসভার মেয়র মো. নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার। এছাড়াও অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ২০২২-২০২৩ সালে নোয়াখালী জেলার ৯টি উপজেলা চেয়ারম্যানদের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করায় চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরকে এবং জেলার দায়িত্বরত উপজেলা নির্বাহী অফিসারদের মধ্যে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়াকে ২০২৩ সালের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মনোনীত হওয়ায় তাদের সংবর্ধনা দেওয়া হয়।

(ঢাকাটাইমস/১৯ সেপ্টেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :