টসে জিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ফিল্ডিং করছে বাংলাদেশ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে টসে জিতে সফরকারী নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুর সেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে দুপুর ২টায়।
নিউজিল্যান্ডের পক্ষে উদ্বোধনী জুটি হিসেবে ব্যাট করতে নেমেছেন উইল ইয়ং ও ফিন অ্যালেন।
এদিকে, চোট কাটিয়ে উঠতে এশিয়া কাপে যাওয়া হয়নি বাংলাদেশের বা-হাতি ওপেনার তামিম ইকবালের। এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ এবং সৌম্য সরকারও ছিলেন না ১৭ জনের স্কোয়াডে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ডাক পেয়েছেন তিনজনই।
অন্যদিকে, মূল পেস আক্রমণের তিনজনও বিশ্রাম পাওয়ায় বাংলাদেশের বোলিং আক্রমণেও আছে পরিবর্তন। প্রায় বদলে যাওয়া একাদশ নিয়ে বৃহস্পতিবার প্রথম ম্যাচ খেলতে নেমেছে টাইগাররা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত সফরকারী নিউজিল্যান্ড তিন ওভার থেকে বিনা উইকেটে ৬ রান সংগ্রহ করেছে।
(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এলএম/এজে)

মন্তব্য করুন