দেড় শ পেরোলো নিউজিল্যান্ড
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও চতুর্থ উইকেট জুটিতে দারুণ ব্যাট করে সফররত নিউজিল্যান্ড। এবার সেই জুটি ভাঙলেন খালেদ। পরে আরও একটি উইকেট তুলে নিলেন শেখ মাহাদী। ইতিমধ্যে দেড় শ পেরিয়েছে কিউইরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১৫৮ রান।
এখন ৬৭ রানে টম ব্লান্ডেল ও ১ রানে ব্যাট করছেন।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউই দলনেতা লকি ফার্গুসন। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। শূন্যরানে ফেরেন কিউই ওপেনার উইল ইয়াং। সুবিধা করতে পারেননি আরেক ওপেনার ফিন অ্যালেনও। তার ব্যাট থেকে আসে মাত্র ১২ রান। দুই ওপেনারকেই ফিরিয়েছেন মোস্তাফিজুর রহমান।
অভিষিক্ত খালেদ আহমেদের বলে আউট হওয়ার আগে ১৪ রান করেন চাদ বোয়েস। শুরুর চাপ সামলে নেন হেনরি নিকোলস ও টম ব্লান্ডেল। চতুর্থ উইকেট জুটিতে দুজন মিলে গড়েন ৯৫ রানের জুটি। ৬১ বলে ৪৯ রানে ফেরেন নিকোলস। পরের উইকেটে খেলতে নেমে ১০ রান করেন রাচিন রবীন্দ্রো।
(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এমএম)