দেড় শ পেরোলো নিউজিল্যান্ড

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও চতুর্থ উইকেট জুটিতে দারুণ ব্যাট করে সফররত নিউজিল্যান্ড। এবার সেই জুটি ভাঙলেন খালেদ। পরে আরও একটি উইকেট তুলে নিলেন শেখ মাহাদী। ইতিমধ্যে দেড় শ পেরিয়েছে কিউইরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১৫৮ রান।
এখন ৬৭ রানে টম ব্লান্ডেল ও ১ রানে ব্যাট করছেন।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউই দলনেতা লকি ফার্গুসন। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। শূন্যরানে ফেরেন কিউই ওপেনার উইল ইয়াং। সুবিধা করতে পারেননি আরেক ওপেনার ফিন অ্যালেনও। তার ব্যাট থেকে আসে মাত্র ১২ রান। দুই ওপেনারকেই ফিরিয়েছেন মোস্তাফিজুর রহমান।
অভিষিক্ত খালেদ আহমেদের বলে আউট হওয়ার আগে ১৪ রান করেন চাদ বোয়েস। শুরুর চাপ সামলে নেন হেনরি নিকোলস ও টম ব্লান্ডেল। চতুর্থ উইকেট জুটিতে দুজন মিলে গড়েন ৯৫ রানের জুটি। ৬১ বলে ৪৯ রানে ফেরেন নিকোলস। পরের উইকেটে খেলতে নেমে ১০ রান করেন রাচিন রবীন্দ্রো।
(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এমএম)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ
মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

মিরপুর স্টেডিয়ামের গ্যালারির চেয়ারের বেহাল দশা

হাথুরুসিংহে যদি এমন করে থাকেন, তাহলে বড় অন্যায় করেছেন: পাইলট

মিরপুর টেস্টের একাদশ নিয়ে বেশি তথ্য দিতে চান না হাথুরুসিংহে

মিরপুরের উইকেট নিয়ে দ্বিধায় রয়েছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহেও

দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডকে হারালেই বড় বোনাস পাবেন টাইগাররা

রাতে শান্ত-তাইজুলদের সঙ্গে ডিনার পার্টি করবেন পাপন

কিউই বধে অনুশীলনে ঘাম ঝরালো টাইগাররা

সিঙ্গাপুরকে ৮-০ গোলে বিধ্বস্ত করল বাংলাদেশ
