টঙ্গীতে মাদরাসা ছাত্রীর মরদেহ উদ্ধার

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৬:০৯
অ- অ+

গাজীপুরের টঙ্গীতে এক মাদরাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত ২টার দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ওই কিশোরীর নাম সাবিকুন নাহার সাদিয়া (১৬)। সে পিরোজপুর জেলার ইন্দুরকানী থানার মধ্যকলারাণ গ্রামের আশরাফ আলী শিকদারের মেয়ে। সাদিয়া টঙ্গীর দত্তপাড়া এলাকার জনৈক আব্দুর রহমান শিকদারের ভাড়া বাড়িতে পরিবারের সাথে বাস করত।

সাদিয়া টঙ্গীর জামিয়া ইসলামিয়া তালিমুল কুরআন বালিকা মাদরাসার ছাত্রী।

পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটি উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রবিবার দিবাগত রাতে বাসায় নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে সাদিয়া। রাত ২টার দিকে সাদিয়ার কক্ষে আলো জ্বলতে দেখে বড় ভাই সাইফুল ইসলাম সিকদার তার কক্ষে গিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত নিথর দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সোমবার ভোরে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মুস্তাফিজুর রহমান বলেন,এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

(ঢাকা টাইমস/২৫সেপ্টেম্বর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাইয়ের প্রথম শহীদ সাংবাদিক ঢাকাটাইমসের হাসান মেহেদীর মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা
উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস হলেন আয়মন রাহাত
মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন
জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা