সুইডেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মবার্ষিকী পালন করেছে সুইডেন আওয়ামী লীগ।
এ উপলক্ষে সুইডেন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করে সুইডেন আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম সারোয়ার। এ সময় সাধারণ সম্পাদক ড. ফরহাদ আলী খান ও যুগ্ন-সাধারণ সম্পাদক দলিল উদ্দিন দুলুর পরিচালনায় শেখ হাসিনার জীবন ও রাজনৈতিক দর্শন নিয়ে আলোচনা করা হয়।
সভায় সুইডেন আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সদস্য আব্দুল মালিক জলিলের পরিচালনায় শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং বাংলাদেশের উন্নতির জন্য দোয়া মাহফিল ও মোনাজাত করা হয়।
সুইডেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ঢামেকসুর সাবেক ভিপি ড. ফরহাদ আলী খান তার বক্তব্যে শেখ হাসিনার জীবন ও রাজনৈতিক দর্শন থেকে সবাইকে দীক্ষা নেয়ার আহ্বান জানান এবং আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
এ সময় সুইডেন আওয়ামী লীগ, সকল সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনসহ মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সুইডেন আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা গুলজার মিয়া, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, কোষাধ্যক্ষ কামরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক খালেদ মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোরশেদ চৌধুরী বাপ্পী, আইন বিষয়ক সম্পাদক সদস্য মণ্ডলী কাজী হুদা, কাজী মিরাজ, লাভলু মনোয়ার, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, শফিকুল আলম লিটন, সাইফুল ইসলাম চুন্নু, নাজমুল হাসান খান, ইঞ্জিনিয়ার হেদায়েতুল ইসলাম শেলী, অধ্যাপক শাহীন আহমেদ, মনিরুল ইসলাম, আব্দুল মালিক জলিল, শামীম আহমেদ, আব্দুল আজিজ, আনিস হাসান তপন, সাইফুল ইসলাম দুলাল, নওরোজ চৌধুরী, রিপন চৌধুরী, সুইডেন শাখা যুবলীগের আহবায়ক যোবায়েদুল হক সবুজ, সৈয়দ মহিম, সুমন হোসেন, পলাশ পাল, মুক্তাদির বাবু প্রমুখ।
(ঢাকাটাইমস/২৯ সেপ্টেম্বর/ইএইচ)

মন্তব্য করুন