বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ২১:৫৩

গাইবান্ধায় অটিজম ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সদর উপজেলার বাদিয়াখালী আহম্মেদপুর বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে জেলা ক্রীড়া সংস্থা এ আয়োজন করে।

এর আগে আয়োজিত এক আলোচনা সভায় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা আলমগীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন সদর উপজেলার ভূমি কর্মকর্তা রেজাউল করিম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকতা আখতার হোসেন, আহম্মেদপুর বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ রহমান প্রমুখ।

এতে বিভিন্ন অটিজম বিদ্যালয়ের ৬০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এরমধ্যে ৩৬ জন বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

(ঢাকাটাইমস/৩০ সেপ্টেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :