সাতক্ষীরায় বেড়িবাঁধে ভাঙন, আতঙ্কে উপকূলবাসী
বঙ্গোসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলের নদীগুলোতে স্বাভাবিক জোয়ারের তুলনায় নদীতে পানি বৃদ্ধির ফলে সাতক্ষীরার শ্যামনগরে ঝুঁকিপূর্ণ বক্সকলের নিচের অংশ দেবে লোকালয়ে পানি প্রবেশ করেছে।
শনিবার উপজেলার কৈখালী ইউনিয়নের পরানপুর কাঠামারির এলাকার নূর ইসলামের মৎস্যঘেরের বক্সকলের নিচের অংশ দেবে পানি প্রবেশ শুরু হয়।
এতে পাওবোর বেড়িবাঁধের ১৫ ফুট এলাকা জুড়ে ভাঙন দেখা দেয়। হঠাৎ পানি প্রবেশ করার আতঙ্কিত হয়ে পড়ে কৈখালী ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ। এলাকাবাসীর সহযোগিতায় সাময়িক বস্তা দিয়ে পানি আটকানো সম্ভব হলেও আতঙ্ক বিরাজ করছে এলাকাজুড়ে।
কৈখালী ইউনিয়নের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, বিষয়টি জানার পর লোকজন দিয়ে সংস্কার করেছি। তবে এরকম আরও কয়েকটি কল আছে যা ঝুঁকিপূর্ণ। এগুলো অপসারণ না করলে আগামীতে আরো বড় ঝুঁকির মধ্যে থাকবে ইউনিয়নের ৩০ হাজার মানুষ।
পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী জাকির হোসেন বলেন, ঝুঁকিপূর্ণ এলাকা সংস্কারের কাজ অব্যাহত আছে। বেড়িবাঁধ রক্ষায় উপজেলাব্যাপী উন্নয়ন কাজ অব্যাহত আছে। কৈখালীতে আপাতত লোকালয়ে পানি প্রবেশ বন্ধ হয়েছে। দ্রুতসময়ের মধ্যে জায়গাটি স্থায়ীভাবে সংস্কার করা হবে। একই সাথে বক্সকল উচ্ছেদ করা হবে।
(ঢাকাটাইমস/৩০ সেপ্টেম্বর/ইএইচ)