সোমবার ১৫ নাটক নিয়ে ঢাবিতে শুরু হচ্ছে কেন্দ্রীয় নাট্যোৎসব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ অক্টোবর ২০২৩, ০৯:৫২| আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ০৯:৫৪
অ- অ+

প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়- ঢাবির থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগের আয়োজনে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ১৭তম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব।

২ অক্টোবর, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র- টিএসসি মিলনায়তনে এ বার্ষিক নাট্যোৎসবের শুভ উদ্বোধন করা হবে। ৯ দিনব্যাপী এ উৎসব চলবে ১০ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে নাটক মঞ্চায়ন হবে।

এই উৎসবে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্ট্যাডিজ বিভাগের স্নাতক সমাপনী সেমিস্টারের শিক্ষার্থীদের নির্দেশনায় মোট ১৫টি বাংলা নাটক মঞ্চস্থ হবে। নাটকগুলোতে অভিনয় করবেন বিভাগের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা।

সোমবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাট্যোৎসবটির উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

নাট্যোৎসবে বিশেষ সম্মাননা দেওয়া হবে প্রখ্যাত নাট্যকার, অভিনেতা, নির্দেশক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদকে। ইতোপূর্বে বিশেষ সম্মাননা পেয়েছেন সেলিম আলদীন, ফেরদৌসী মজুমদার, সৈয়দ শামসুল হক, আলী যাকের, আতাউর রহমান, রামেন্দু মজুমদার ও আসাদুজ্জামান নূর।

এবারের উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগের স্নাতক সম্মান সমাপনী বর্ষের শিক্ষার্থীদের একাডেমিক অনুশীলনের মধ্য দিয়ে নাটক নির্দেশনা কোর্সের অধীনে নির্মিত ১৫টি নাট্য প্রযোজনা পরিবেশিত হচ্ছে। উদ্বোধনী দিনে মঞ্চায়িত হবে ইফতি শাহরিয়ার রাইয়ানের নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী সৃষ্টি ‘ডাকঘর’।

৩ অক্টোবর থাকছে রিফাত জাহান শাওনের নির্দেশনায় সেলিম আল দীনের নাটক ‘সংবাদ কার্টুন’ এবং রিফাত করবীরের নির্দেশনায় আহমদ ছফার নাটক ‘মরণবিলাস’।

৪ অক্টোবর থাকছে মুজাহিদুল ইসলাম রিফাতের নির্দেশনায় মনোজ মিত্রের নাটক ‘মহাবিদ্যা’ এবং রিজভী সুলতানার নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘চণ্ডালিকা’।

৫ অক্টোবর থাকছে তাহিয়া তাসনিমের নির্দেশনায় সৈয়দ শামসুল হকের নাটক ‘ঈর্ষা’ এবং মৌমিতা সরকারের রচনা ও নির্দেশনায় নাটক ‘বৈদেহী’।

৬ অক্টোবর থাকছে মিরহাজুল শিবলীর নির্দেশনায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী নাটক ‘কমলাকান্তের জবানবন্দি’ এবং জাদিদ ইমতিয়াজ আহমেদের নির্দেশনায় আবদুল্লাহ আল মামুনের নাটক ‘কোকিলারা’।

৭ অক্টোবর থাকছে তরিকুল সর্দারের নির্দেশনায় উৎপল দত্তের নাটক ‘মেঘ’ এবং সালমান নূরের নির্দেশনায় নূরুল মোমেনের নাটক ‘নেমেসিস’।

৮ অক্টোবর থাকছে প্রাণ কৃষ্ণ বণিকের নির্দেশনায় শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের নাটক ‘সত্যান্মেষী’ এবং এস এ তানভীরের নির্দেশনায় রবীন্দ্রনাথের ঠাকুরের নাটক ‘স্ত্রীর পত্র’।

৯ অক্টোবর থাকছে দেবলীনা চন্দ্র দৈবীর নির্দেশনায় বদরুজ্জামান আলমগীরের নাটক ‘অহরকন্ডল’ ও জয়া কস্তার নির্দেশনায় মুনীর চৌধুরীর নাটক ‘দণ্ডকারণ্য’। এরপর ১০ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় হবে সমাপনী অনুষ্ঠান।

বিভাগের চেয়ারপারসন কাজী তামান্না হক সিগমা জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক পথচলার অন্যতম বাহক থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগ। এবারের উৎসবের উল্লেখযোগ্য বিশেষ দিক হচ্ছে, তরুণরা বাংলা ভাষার প্রতিথযশা সাহিত্যিক রচিত পাণ্ডুলিপি নিয়ে নাটক নির্দশনা দিচ্ছে।’

কাজী তামান্না হকের দৃঢ় বিশ্বাস, এই নান্দনিক আয়োজনে শিক্ষক-শিক্ষার্থীদের ঐতিহ্য ও অসাম্প্রদায়িক মানবিক মূল্যবোধ আরও বেগবান হবে।

(ঢাকাটাইমস/০১অক্টোবর/এমআই/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছোট-খাটো বিষয়গুলো নিয়ে বিভেদ সৃষ্টি না করার আহ্বান মির্জা ফখরুলের
সরকারের ভুল সিদ্ধান্ত গণতন্ত্র উত্তরণের যাত্রাপথকে সংকটে ফেলতে পারে: তারেক রহমান 
বাংলাদেশ-মালয়েশিয়া পুলিশের দ্বিপাক্ষিক বৈঠক: আন্তঃদেশীয় অপরাধ দমনে সহযোগিতা জোরদারে ঐকমত্য
কনস্টেবলের স্ত্রীকে কু-প্রস্তাব, বরখাস্ত এএসপি আফজাল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা