পালক মায়ের থেকে ২০ বছরের বড় শাহরুখ খান!

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ অক্টোবর ২০২৩, ১৪:১৮

নাটক-সিনেমায় বয়সে ছোট নারীদের নায়কদের মায়ের চরিত্রে অভিনয় নতুন কিছু নয়। এ দৃশ্য প্রায়ই দেখা যায়। মুখে মেকআপ আর চুলটা সাদা করে দিলেই কেল্লাফতে। ৩০ বছর বয়সী অভিনেত্রীকেও দারুণ মানিয়ে যায় ৫০-৬০ বছর বয়সী নায়কের মায়ের চরিত্রে।

আরও একবার তেমনই ঘটেছে বলিউড বাদশাহ শাহরুখ খানের ব্লকবাস্টার ‘জওয়ান’ সিনেমায়। এখানে কিং খানের পালক মায়ের চরিত্রে অভিনয় করেছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ঋদ্ধি ডোগরা। চরিত্রটিতে তিনি বেশ নজরও কেড়েছেন পর্দায়।

সুন্দরী এই অভিনেত্রীর বর্তমান বয়স ৩৮ বছর। অন্যদিকে, মাত্র একদিন বাদেই অর্থাৎ ২ নভেম্বর বয়স ৫৮ পূর্ণ করবেন ‘জওয়ান’ শাহরুখ খান। পর্দার পালক মা কাবেরী আম্মা অর্থাৎ ঋদ্ধি ডোগরার সঙ্গে কিং খানের বয়সের ব্যবধান পাক্কা ২০ বছর!

যদিও ‘জওয়ান’-এ শাহরুখ খানের পালক মায়ের চরিত্রে অভিনয় করে তৃপ্ত নন ঋদ্ধি ডোগরা। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই অভিনেত্রী আফসোসের সুরে বলেছেন, নয়নতারার জায়গায় অভিনয় করতে পারলে তিনি তৃপ্ত হতেন।

‘জওয়ান’-এ দক্ষিণ ভারতের জনপ্রিয় নায়িকা নয়নতারা অভিনয় করেছেন শাহরুখ খানের প্রেমিকা নর্মদা রাইয়ের চরিত্রে। যিনি মূলত একজন এজেন্ট। ঋদ্ধির আফসোস, ‘ইশ! এই চরিত্র যদি আমি করতে পারতাম।’

ঋদ্ধির দাবি, ‘এ কথা জোর দিয়েই বলছি, আমি যেকোনো চরিত্র সুন্দর করে মেলে ধরতে পারি। কারণ, আমি পরিচালকের বাধ্য অভিনেত্রী। নিজের অভিনীত চরিত্র নিয়ে প্রচুর পড়াশোনা করি। এমন কোনো চরিত্র নেই, যাতে আমি অভিনয় করতে পারব না। আমাকে যা দেবেন, তাই করে দেখাব।’

অভিনেত্রী এও বলেন, ‘ঠিক জানি না, নর্মদা চরিত্রটি আমি বেশি ভালো করে ফুটিয়ে তুলতে পারতাম কি না। যদি বলি নয়নতারার চেয়ে ভালো করতে পারতাম, তাহলে হয়তো কথাটা অহংকারীর মতো শোনাবে।’

তবে অতৃপ্তি থাকলেও হতাশ নন ঋদ্ধি। বরং শাহরুখ খানের ‘জওয়ান’-এর অংশ হতে পেরে তিনি যারপরনাই খুশি। ঋদ্ধির ভাষ্য, ‘এমন এক সিনেমায় কাজ করেছি, যা ইতিহাস তৈরি করেছে। এর চূড়ান্ত সফলতায় আমি খুবই খুশি।’

(ঢাকাটাইমস/০১অক্টোবর/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :