গজারিয়ায় সুপেয় পানির সংকটে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা

আল আমিন, গজারিয়া (মুন্সীগঞ্জ)
 | প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২৩, ১৫:১৯
গজারিয়ায় ৭২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় গুয়াগাছিয়া ইউনিয়ন নতুন চরচাষি এলাকায় ৭২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা সুপেয় পানির সংকট দুর্ভোগে কাটছে ১২ বছর। একই বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী রয়েছে ২৫০ অধিক।

সরজমিনে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পাখির মোড় এলাকা থেকে গুয়াগাছিয়া খেয়াঘাট পর্যন্ত এলাকায় মোনায়েম অর্থনৈতিক অঞ্চল জোনসহ বিভিন্ন উৎপাদনশীল শিল্প কারখানা ও অনেক ইট, বালু ও কয়লার গদি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। শিল্প কারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভরপুর এলাকায় ৭২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাগণ সুপেয় পানির সংকটে ভুগছেন দীর্ঘ ১২ বছর ধরে।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আল আমিন জানান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে অবগতসহ একাধিক বার লিখিত আবেদন দেওয়া হয়েছে। টিউবওয়েল ব্যবস্থা না হওয়ায় স্থানীয় মহল্লা মসজিদ থেকে বিশেষ ব্যবস্থায় স্কুলের শিক্ষার্থীদের সুবিধার্থে পানি ব্যবহার করা হচ্ছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের মিয়া জানান, টিউবওয়েল অসুবিধার বিষয়টি উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভায় উপস্থাপনের মাধ্যমে দাবি রাখা হয়েছে। উপজেলা চেয়ারম্যান মহোদয় গভীর নলকূপ টিউবওয়েলের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজ জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে টিউবওয়েল দেওয়া আইনি জটিলতা রয়েছে। টিউবওয়েল প্রকল্প বরাদ্দ দেওয়ার বিষয়ে সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাস্তবায়ন করেন। শিক্ষার্থী সুবিধা সংশ্লিষ্ট থাকায় সমাধানে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকা টাইমস/০৩অক্টোবর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

দিনাজপুরে ভোট গণনার পর সংঘর্ষ, পুলিশের গুলিতে ইউপি সদস্য প্রার্থীর সমর্থক নিহত

বহিষ্কৃত প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: সেলিম ভূইয়া

নোয়াখালীতে গরমে অসুস্থ এক শিক্ষক ও ১৪ শিক্ষার্থী

জয়পুরহাটে জামায়াত-শিবিরের ৬১ নেতাকর্মী কারাগারে

হিট স্ট্রোকে মাদারীপুরে ব্যবসায়ী ও কৃষকের মৃত্যু

সালথায় তীব্র গরমে অসুস্থ স্কুলের ১৩ শিক্ষক-শিক্ষার্থী 

আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া আসামি ঢাকায় গ্রেপ্তার

শতকোটি ব্যয়ে রংপুরে হচ্ছে ৪৬০ বেডের ক্যানসার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল

তীব্র খরার পুড়ছে পাটক্ষেত, পাতালেও মিলছে না পানি! দিশেহারা কৃষক

চাঁদপুরে প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন

এই বিভাগের সব খবর

শিরোনাম :