বাংলাদেশ-ভারত মৈত্রীর লক্ষ্যে লায়ন্স ক্লাবের সাইকেল র‌্যালি

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২৩, ১৮:২৫
অ- অ+

বাংলাদেশ ও ভারতের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধির লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘সৎভাবনা সাইকেল র‌্যালি’। গত ১৪ সেপ্টেম্বর র‌্যালিটি ভারতের কলকাতা থেকে শুরু হয়ে ২ অক্টেবার বাংলাদেশের নোয়াখালীর গান্ধী আশ্রমে ট্রাস্টে শেষ হয়। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এ র‌্যালির আয়োজন করে।

এদিকে, র‌্যালিটি উপলক্ষে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ গুরুদুয়ারা নানক শাহীতে একটি সবংর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলার দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম আজাদ। সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলি গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান মোহাম্মদ আলী।

অনুষ্ঠানে লায়ন বিমল বেঙ্গানীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট গভর্নর কনক দুগার, স্নেহালায়ার পরিচালক ড. গিরিশ কুলকারনী, পদ্মশ্রী পোপাট রাও পাওয়ার, গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটি বাংলাদেশের সভাপতি অমর চাঁদ, সোনা সাইকেলের পরিচালক সুরেশ গুপ্তা ও লায়ন প্রকাশ চাঁদ মুন্দ্রা প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে লায়ন্স ক্লাবের সদস্যবৃন্দ ও সাইক্লিস্টরা অংশ নেন। এসময় র‌্যালিতে অংশগ্রহণকারীদের উত্তরীয় ও ব্যাজ পরিয়ে দিয়ে সবংর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহাত্মা গান্ধী একই সূত্রে গাথা। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যকার জনগণের মধ্যে মিথস্ক্রিয়া বাড়বে এবং প্রতিবেশি দেশ দুটির সম্প্রীতি আরও বৃদ্ধি পাবে। শেখ হাসিনার নেতৃত্বে আগামী ২০৩১ সালের আগেই স্মার্ট বাংলাদেশ নির্মাণ হবে।

(ঢাকাটাইমস/০৩ অক্টোবর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পোপ হলেন উত্তর আমেরিকান রবার্ট প্রিভোস্ট, বিশ্ব নেতাদের অভিনন্দন
আ.লীগকে নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে রাতভর অবস্থানের পর সকালেও বিক্ষোভ
এলাকাবাসীর বিক্ষোভ-অবস্থানের মধ্যে অভিযানের সাড়ে ছয় ঘণ্টা পর গ্রেপ্তার সাবেক মেয়র আইভী
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা