শেরপুরে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২৩, ১৭:৫৭
অ- অ+

শেরপুর সদর থানাধীন নন্দীর বাজারস্থ তিন রাস্তার মোড় এলাকা থেকে ৫১০ গ্রাম হেরোইনসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহের র‌্যাব-১৪ ব্যাটালিয়ন। এসব হেরোইনের দাম প্রায় ৫১ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, মঙ্গলবার বিকাল ৪টা ৩৫ মিনিটে র‌্যাব-১৪ ময়মনসিংহের অধিনায়কের নির্দেশে র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলার সদর থানাধীন নন্দীর বাজারস্থ তিন রাস্তার মোড় সংলগ্ন মেসার্স সোহান-জুঁই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এর সামনে পাকা রাস্তার উপর বিশেষ চেকপোষ্ট পরিচালনা করে।

ওই চেকপোস্ট পরিচালনাকালে মো. শামীম হোসেন (২৫) গ্রেপ্তার করা হয়। তার বাবার নাম মো. ফিরোজ আলী। তার বাড়ি নওগাঁ পোরশা থানার খরপা বাজার পাড়া গ্রামে। ধৃত আসামির কাছ থেকে ৫১০ গ্রাম মাদকদ্রব্য হেরোইন যার অবৈধ বাজার মূল্য অনুমান ৫১ লাক্ষ টাকা ও একটি এ্যান্ড্রয়েড অপো মোবাইল ফোন সীমসহ এবং নগদ ২৯৩০ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তিনি দীর্ঘদিন যাবৎ শেরপুরসহ দেশের বিভিন্ন এলাকায় মাদককারাবার ক্রয়-বিক্রয় করে আসছেন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আসামির বিরুদ্ধে শেরপুর জেলার সদর থানায় মামলা করা হয়েছে। -বিজ্ঞপ্তি

(ঢাকাটাইমস/০৪অক্টোবর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘জ্বলবে আগুন শহরজুড়ে,হামলা-ছিনতাই বন্ধ না হলে’ স্লোগানে শিক্ষার্থীদের মিছিল
পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় ১১০ জনের প্রাণহানি
এআই দিয়ে তৈরি ভিডিও নিয়ে ইউটিউবের নতুন নীতিমালা
এবার এনসিপির ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ মার্কা নিয়ে টানাটানি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা