স্ত্রীর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেয়ায় স্বামী গ্রেপ্তার

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২৩, ২০:৩২
অ- অ+

ভৈরবে স্ত্রীর নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে পর্নগ্রাফি মামলায় স্বামী মোজাহিদ হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে শহরের কালিপুর মধ্যপাড়া এলাকার শেখ ইসহাক মিয়ার ছেলে।

গতকাল বুধবার রাতে পৌর শহরের নদী বাংলা সেন্টার পয়েন্টের সামনে থেকে অভিযুক্ত স্বামী মোজাহিদ হাসানকে গ্রেপ্তার করেছে ভৈরব থানা পুলিশ।

এ বিষয়ে অভিযোগকারী স্ত্রী সাউসান ইসলাম জানান, আমার সরলতার সুযোগ নিয়ে আমার নগ্ন ছবি ও নগ্ন ভিডিও মোজাহিদ মোবাইলে ধারণ করে রেখেছে। আমাকে শারীরিক ও মানুষিকভাবে নির্যাতন করতো এবং যৌতুকের টাকার জন্য চাপ প্রয়োগসহ মারধোর করতো। আমি আমার বাবার বাড়িতে চলে আসলে মোজাহিদ মোবাইলের শেয়ার সফটওয়ার ব্যবহার করে আমার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুক ও বিভিন্ন জনের মোবাইলে ছড়িয়ে দেয়।

এ বিষয়ের ভৈরব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম জানান, আদালতের নির্দেশে মোজাহিদ হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পর্নগ্রাফী নিয়ন্ত্রণ আইনের মামলা করেছে তার স্ত্রী সাউসান ইসলাম। বৃহস্পতিবার দুপুরে তাকে কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

(ঢাকাটাইমস/০৫ অক্টোবর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা