ইসরায়েল যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ১১:৫২ | প্রকাশিত : ১১ অক্টোবর ২০২৩, ১১:২২

চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলে যাওয়ার পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বৃহস্পতিবার সফরকালে ইসরায়েলের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করবেন তিনি। খবর রয়টার্স।

গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলা চলমান থাকায় অঞ্চলের বেসামরিক লোকদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছে।

হোয়াইট হাউসের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, ‘আমরা এখন এ বিষয়টির ওপর ফোকাস করছি। এ বিষয়ে আলোচনা চলছে।’

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যুদ্ধে মধ্যস্থতার চেষ্টা করছে। তারা ইসরাইলকে নানাভাবে সহযোগিতা করলেও দেশটিতে আপাতত তাদের সৈন্য পাঠানোর কোনো পরিকল্পনা নেই।’

উল্লেখ্য, গত শনিবার ইসরায়েলে হামলা শুরু করে হামাস। এরপর গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এই সংঘাতে ক্রমেই বাড়ছে উভয়পক্ষের হতাহতের সংখ্যা।

(ঢাকাটাইমস/১১অক্টোবর/এফএ)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :