সংলাপ

আওয়ামী লীগ বলছে ‘নিঃশর্ত’, বিএনপির প্রশ্ন ‘এজেন্ডা’ ছাড়া হয় কীভাবে?

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২৩, ২০:২৫

অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহনমূলক নির্বাচনের প্রশ্নে সরকারে থাকা আওয়ামী লীগ ও রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি স্ব স্ব অবস্থানে অনড় আছেন। নির্বাচন নিয়ে দেশে সংকটময় পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কাও করছেন বিশেষজ্ঞরা।

দেশি-বিদেশি পক্ষ থেকেও নির্বাচন ঘিরে রাজনৈতিক সংলাপের পরামর্শ আসছে। মার্কিন প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলও সুনির্দিষ্টভাবে সংলাপে বসার তাগাদা দিয়েছে।

তবে আদৌ সংলাপ হবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে রাজনীতি-সচেতন মহলে। কারণ, ক্ষমতাসীন আওয়ামী লীগ বরাবরই বলে আসছে নির্বাচন নিয়ে সংবিধান বা প্রচলিত আইনে যা আছে তার বাইরে কোনো সংলাপ হবে না।

অন্যদিকে বিএনপির নীতিনির্ধারকরা বলছেন, বিরোধী নেতাকর্মীদের ওপর সরকার যেভাবে অত্যাচার, অবিচার, হত্যা, গায়েবি মামলাসহ ওপর জুলুম-নির্যাতন চালাচ্ছে, তেমন পরিস্থিতিতে সংলাপে বসার কোনো সুযোগ নেই।

বিএনপির সঙ্গে সংলাপ হবে কি না তা নিয়ে রবিবার কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলছেন, বিএনপির সঙ্গে কোন শর্ত মেনে আওয়ামী লীগ সংলাপে যেতে রাজি নয়। তবে সংলাপের শর্ত প্রত্যাহার করলে এনিয়ে চিন্তাভাবনা করা হবে।

ওবায়দুল কাদের আরও সুনির্দিষ্ট করে বলেন, ‘বিএনপি চায় প্রধানমন্ত্রীর পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নির্বাচন কমিশন বাতিল করা এবং তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা। সংলাপের চিন্তা করব তখন, যখন তারা (বিএনপি) চারটি শর্ত প্রত্যাহার করে নেবে। শর্তযুক্ত কোনো সংলাপের ব্যাপারে আমাদের কোনো চিন্তাভাবনা নেই। শর্ত তারা প্রত্যাহার করলে দেখা যাবে।’

সংলাপে বসার বিষয়ে বিএনপিরই বা চিন্তাভাবনা কি জানার চেষ্টা করেছে ঢাকা টাইমস। দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ঢাকা টাইমসকে বলেন, ‘রাষ্ট্র পরিচালনায় বিষয় নিয়ে উনাদের (আওয়ামী লীগ) মন্তব্য কেমন, কি ভাষায় কথা বলে তা রাষ্ট্রের নাগরিক হিসেবে আপনারা (গণমাধ্যম) ভালো বলতে পারবেন।’

‘আজকে রাষ্ট্র কিভাবে চলবে তা শুধু বিএনপিকে নয়, সবাইকে ভাবতে হবে। ওবায়দুল কাদের যা বলেন তা ভাববার সময় আমাদের নেই। আমরা চিন্তা চেতনা দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা, দেশনেত্রীকে মুক্ত করা এবং এই স্বৈরাচারী সরকারের বিদায় করা।’

সংলাপের নাটক করে ওবায়দুল কাদের সস্তা জনপ্রিয়তা পেতে চান বলেই মনে করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক।

ঢাকা টাইমসকে তিনি বলেন, ‘সরকার অত্যাচার, অবিচার, হত্যা, গায়েবি মামলাসহ বিরোধী নেতাকর্মীদের ওপর জুলুম নির্যাতন চালাচ্ছে, এ অবস্থায় তাদের সাথে কোনো সংলাপ হতে পারে না। কিন্তু তারা এত অপকর্ম করেছে যে তা ১০০ বছরেও তা মোচন করতে পারবে না।’

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ঢাকা টাইমসকে বলেন, ‘এর আগে তারা বলেছে বিএনপির সঙ্গে কোনো সংলাপ হবে না। এখন বলছে শর্তবিহীন আলোচনা হতে পারে। সামনে বলবে শর্তসহ আলোচনায় রাজি। কিছুদিন পরে বলবে আমরা পদত্যাগেও রাজি।’

তবে ইস্যু ছাড়া সংলাপ কিভাবে হয় প্রশ্ন রেখে বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যাপক একেএম ওয়াহিদুজ্জামান ঢাকা টাইমসকে বলেন, ‘সংলাপ কিসের ভিত্তিতে হবে? যেকোনো একটি এজেন্ডা নিয়েই সংলাপ হয়। আগে এজেন্ডা ঠিক করুন, তারপর বিএনপি ভেবে দেখবে সংলাপে যাবে কি যাবে না।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক যে শর্তহীন সংলাপের কথা বলছেন সেই বিষয়ে ওয়াহিদুজ্জামান বলেন, ‘ওবায়দুল কাদের ভালোভাবেই জানেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো এজেন্ডা নিয়ে বিএনপি সংলাপে বসবে না। শুধু শুধু নাটক মঞ্চস্থ করার অপচেষ্টা করা হচ্ছে।’

এ বিষয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন ঢাকা টাইমসকে বলেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। সরকার শুধু এসময় রটিন ওর্য়াক কাজ করবে। বিএনপির সঙ্গে শর্ত ছাড়া নির্বাচন নিয়ে সংলাপ হতে পারে। এটা আমাদের দলের সাধারণ সম্পাদকও বলছেন। বিএনপি যদি মনে করে সংলাপ করবে তাহলে তারা প্রস্তাব দেবে।’

সংলাপ হোক বা না হোক সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ঢাকা টাইমসকে বলেন, আওয়ামী লীগ সবসময় বলে দেশের সংবিধান অনুযায়ী সুষ্ঠু নির্বাচন করবে। সংবিধানের বাইরে গিয়ে কোনো তত্ত্বাবধায়ক সরকার আসবে না।’

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/জেবি/জেএ/জিএম/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

‘সব গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হবে এবং শিগগির স্বৈরতান্ত্রিক সরকারের পতন’

মামুনুল হকের জামিন, কারামুক্তির অপেক্ষা

হাসপাতাল থেকে বাসায় খালেদা জিয়া

ওমরাহ করতে সস্ত্রীক ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল

বিএনপির রাজনীতির মূল উদ্দেশ্য যে কোনো উপায়ে ক্ষমতা দখল: ওবায়দুল কাদের

রাজধানীতে জনসাধারণের মাঝে মহিলা পার্টির পানি ও শরবত বিতরণ

বিএনপি নয়, আ.লীগের নেতা ও তাদের স্বজনরা দেশ ছেড়ে যাচ্ছে: রিজভী

উপজেলা নির্বাচন: এমপি-মন্ত্রীর কোন কোন স্বজন অংশ নিতে পারবেন না জানালেন শেখ হাসিনা

এভারকেয়ারে ভর্তি খালেদা জিয়া, এবার কতদিন থাকতে হবে হাসপাতালে?

ত্যাগের মহিমায় মানবসেবা করে গিয়েছেন স্বামী বিবেকানন্দ: মেয়র তাপস

এই বিভাগের সব খবর

শিরোনাম :