হবিগঞ্জে পাসপোর্ট করতে এসে দালালসহ ধরা রোহিঙ্গা তরুণী

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ
 | প্রকাশিত : ২২ অক্টোবর ২০২৩, ২০:২৭

কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের এক তরুণী হবিগঞ্জে পাসপোর্ট করতে এসে ধরা পড়েছেন। একই সঙ্গে দালালের করা তথ্যের ভিত্তিতে হবিগঞ্জের এক যুবককেও আটক করা হয়।

রবিবার দুপুরে হবিগঞ্জে আঞ্চলিক পাসপোর্ট অফিসে তারা দুজন আটক হন।

আটক রোহিঙ্গা তরুণী রোজিনা আক্তার রোকেয়া (১৯) কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের আজিম উল্লা নামের এক ব্যক্তির স্ত্রী। আর দালালির অভিযোগে আটক আমানুর রশীদ মাহী (২৬) হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার হারুন মিয়ার ছেলে।

হবিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রোজিনা আক্তার ও আমানুর রশীদ মাহীকে আটক করা হয়েছে। পাসপোর্ট অফিস থেকে এই দুজনের বিরুদ্ধ মামলা করা হয়েছে। এখন আদালতে সোপর্দ করা হবে।

কার্যালয়ের সহকারী পরিচালক মো. বজলুর রশিদ বলেন, পাসপোর্ট করার জন্য ভুয়া পরিচয়পত্র ও ঠিকানা ব্যবহার করেছিলেন রোহিঙ্গা তরুণী রোকেয়া আক্তার। কিন্তু তাকে সন্দেহ হওয়ায় আটক করা হয়। তারপর জিজ্ঞাসাবাদ করা হলে ভুয়া তথ্য দিয়ে পাসপোর্ট করার কথা স্বীকার করেন রোকেয়া।

এই কর্মকর্তা আরও বলেন, হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করেন।

(ঢাকাটাইমস/২২ অক্টোবর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :