ভ্রাম্যমাণ ট্রাক দিয়ে বড় স্টেজ বানাবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২৩, ২২:০৪

আগামীকাল শানিবার রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিতব্য মহাসমাবেশে ভ্রাম্যমাণ ট্রাক দিয়ে স্টেজ বানাবে বিএনপি। রাত ৯টা পর্যন্ত লাগানো হয়নি কোনো মাইক।

এর আগেও নয়াপল্টনে সমাবেশগুলোতে ভ্রাম্যমাণ ট্রাক দিয়ে স্টেজ বানিয়ে কর্মসূচি পালন করে আসছে দলটি।

গেল বছরের ১০ ডিসেম্বর শেষ মুহুর্তে গোলাপবাগে বিএনপিকে সমাবেশের অনুমতি দিলে গভীররাতে মঞ্চ তৈরির কাজ শুরু করে, যা ভোরবেলাই সমাপ্ত হয়।

এই মহাসমাবেশে কেন ভ্রাম্যমাণ স্টেজ হবে, এমন প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারপারসনের এক উপদেষ্টা ঢাকা টাইমসকে বলেন, সময় খুব কম। এত অল্প সময়ে বড় স্টেজ করা সম্ভব নয়। তাই ভ্রাম্যমাণ মঞ্চ তৈরি করা হবে।

ইতিমধ্যে মঞ্চ তৈরির জন্য বেশ কয়েকটি ট্রাক দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শাহজাহামপুরস্থ বাসভবনের সামনে রাখা হয়েছে। আগে মঞ্চ তৈরি করা হতো পিকআপ দিয়ে, এবার বড় বেশ কয়েকটি ট্রাক দিয়ে বানানো হবে ভ্রাম্যমাণ মঞ্চ।

(ঢাকাটাইমস/২৭অক্টোবর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :