ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মশাল মিছিল, টায়ারে আগুন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২৩, ২৩:৫০| আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১৫:৪০
অ- অ+

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মশাল মিছিল করেছে বিএনপি সমর্থকরা। এ সময় আতঙ্ক সৃষ্টির জন্য হঠাৎ মহাসড়কের ওপর টায়ারের মধ্যে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিএনপির সমর্থকরা মশাল মিছিল করেন। এ সময় দুর্বৃত্তরা মহাসড়কের ওপর গাড়ির টায়ারে আগুন ধরিয়ে আশেপাশে আতঙ্ক সৃষ্টি করেন।

কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান ঢাকাটাইমসকে জানান, চন্দ্রা এলাকায় বিএনপি সমর্থকরা মশাল মিছিল করে টায়ারে আগুন জ্বালিয়েছে বলে খবর পেয়েছি। আমাদের টিম সেখানে পৌঁছেছে এবং আমরা ঘটনাটির তদন্ত করছি।

(ঢাকাটাইমস/২৮ অক্টোবর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা