ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মশাল মিছিল, টায়ারে আগুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মশাল মিছিল করেছে বিএনপি সমর্থকরা। এ সময় আতঙ্ক সৃষ্টির জন্য হঠাৎ মহাসড়কের ওপর টায়ারের মধ্যে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিএনপির সমর্থকরা মশাল মিছিল করেন। এ সময় দুর্বৃত্তরা মহাসড়কের ওপর গাড়ির টায়ারে আগুন ধরিয়ে আশেপাশে আতঙ্ক সৃষ্টি করেন।
কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান ঢাকাটাইমসকে জানান, চন্দ্রা এলাকায় বিএনপি সমর্থকরা মশাল মিছিল করে টায়ারে আগুন জ্বালিয়েছে বলে খবর পেয়েছি। আমাদের টিম সেখানে পৌঁছেছে এবং আমরা ঘটনাটির তদন্ত করছি।
(ঢাকাটাইমস/২৮ অক্টোবর/ইএইচ)

মন্তব্য করুন