শ্রমিক আন্দোলনে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন, হাসপাতাল-দোকান ভাঙচুর

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১৭:১৪ | প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২৩, ১৬:৫২

বেতন বৃদ্ধির দাবিতে মঙ্গলবার সকাল থেকেই গাজীপুরের কালিয়াকৈর শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে। কালিয়াকৈরে সকালে একটি জেলা ট্রাফিক পুলিশ বক্সে হামলা ও ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকেরা। এর আগে চন্দ্রা এলাকার অপর একটি ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর করে শ্রমিকরা। এছাড়া শফিপুর এলাকার তানহা হাসপাতাল নামের একটি প্রাইভেট হাসপাতাল ও কয়েকটি দোকানপাট ভাঙচুর করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে চরম ভোগান্তিতে পড়ে স্কুল-কলেজসহ বিভিন্ন পেশায় কর্মরত মানুষ।

তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সঙ্গে বিজিবি মোতায়েন রয়েছে।

জানা গেছে, বেলা ১১টার দিকে উপজেলার হরিণহাটি, পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা। এসময় চন্দ্রা হাইওয়ে পুলিশ বক্স ভাঙচুর করে তারা। পরে ওয়ালটন কোম্পানির সামনে ওয়ালটনের প্লাজায় হামলা চালিয়ে আগুন দেয় শ্রমিকরা। একই সময় প্লাজার সামনে দাঁড়িয়ে থাকা একটি পিকআপেও আগুন দেয় তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনীর দুটি ইউনিট গিয়ে দেড় ঘণ্টার প্রাণান্ত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেন।

এর পরপরই দুপুর আড়াইটার দিকে উপজেলার হরিণহাটি এলাকায় মহাসড়কে আরএফএল কোম্পানির একটি মাল বোঝাই ট্রাক আটকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে শ্রমিকরা। একই স্থানে আরও একটি পিকআপভ্যানে আগুন দেওয়া হয়।

অন্যদিক রণক্ষেত্রে পরিণত হওয়া মহাসড়কের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি মাঠে নামে র‍্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য বিভাগের সদস্যরাও। এসময় বিভিন্ন স্থানে শ্রমিকদের আন্দোলনকে ছত্রভঙ্গ করার জন্য সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ করা হয়।

শফিপুর এলাকার তানহা হাসপাতাল ভাঙচুর করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা।

গাজীপুর শিল্প পুলিশ- ২ এর অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক ঘটনা নিশ্চিত করে জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর, মৌচাক, পল্লীবিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় শ্রমিকরা অগ্নিসংযোগ, ভাঙচুর করেছে। তারা মহাসড়ক অবরোধ করে রাখায় যানবাহন চলাচল অস্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য ডিপার্টমেন্ট কাজ করছে।

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

তাপদাহ: দিনাজপুরে নাবি টমেটোর বাম্পার ফলনেও কৃষকের মাথায় হাত

এক পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ২২ জন আহত, হাসপাতালে নেই ভ্যাকসিন

বাউফলে জেলেদের ভিজিএফের ৬ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগ

দেশের আলোচিত কিশোরী ইয়াসমিনের মা শরিফা বেগমের অস্বাভাবিক মৃত্যু!

তরুণীর প্রেমের জাল, ডিবি ও সাংবাদিক পরিচয়ে সর্বস্ব লুট: গ্রেপ্তার ৭

কৃষি ব্যাংকের সঙ্গে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্ত বাতিল দাবি

সুন্দরবনের গহিন অরণ্যে আগুন

লিবিয়ায় সালথার কলেজ শিক্ষার্থীর ওপর নির্যাতনের ঘটনায় দালালের স্ত্রী গ্রেপ্তার

শিবালয়ে আওয়ামী লীগের দুই চেয়ারম্যান প্রার্থীর দ্বন্দ্বে উত্তপ্ত ভোটের মাঠ

কোম্পানীগঞ্জে চেয়ারম্যান পদে চার প্রার্থী, আলোচনায় ওবায়দুল কাদেরের ভাই

এই বিভাগের সব খবর

শিরোনাম :