নেত্রকোণায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২৩, ২১:০৭

‘পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে নেত্রকোণায় উদযাপিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে - ২০২৩।

শনিবার সকালে পুলিশ লাইনস ড্রিল সেডে জেলা পুলিশ দিবসটি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান, নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান ভিপি লিটন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, জেলা কমিউনিটি পুলিশিংয়ের কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোহা. ছায়েদুর রহমান, সহ-সভাপতি অ্যাডভোকেট সুধাংশু বিকাশ আচার্য, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গেনেশ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক লিটন পন্ডিত, জেলা প্রেস ক্লাবের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হাবিবুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন- কোনো নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বসবাসরত জনগোষ্ঠীকে সাধারণ অর্থে কমিউনিটি বলে। বৃহৎ অর্থে বিবিধ সংস্থা, সংগঠন এবং প্রতিষ্ঠান এ কমিউনিটির অন্তর্ভূক্ত। কমিউনিটি পুলিশিং ডে’র অর্থ হলো - কমিউনিটি কর্তৃ পরিচালিত পুলিশি ব্যবস্থা। জনবহুল এই বাংলাদেশে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ও অপরাধ দমনে কমিউনিটি পুলিশিংয়ের কোনো বিকল্প নেই।

তাই পুলিশকে তার প্রতি জনগণের যে প্রত্যাশা তা পূরণ করতে হবে।

(ঢাকাটাইমস/০৪ নভেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :