গাজায় ইসরায়েলের ভারী বোমাবর্ষণ অব্যাহত, শরণার্থী শিবিরে হামলায় নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ০৯:৩২ | প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২৩, ০৯:২৫

গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ তীব্র হয়েছে, বিশেষ করে উত্তরে যেখানে অনেক বেসামরিক লোক আটকে আছে এবং পালাতে অক্ষম।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, হাসপাতালে মৃত ফিলিস্তিনিদের মৃতদেহ, সেইসঙ্গে জখমদের সংখ্যা বাড়ছে।

গাজার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার রাতে মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি বোমা হামলায় ৩০ জনেরও বেশি লোক নিহত হয়েছে।

এদিকে ইসরায়েরেলর গোলাবর্ষণে জাবালিয়া শরণার্থী শিবিরের প্রধান পানির উৎস ধ্বংস হয়ে গেছে, যা গত কয়েক দিন ধরে বারবার আঘাত করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এক বিবৃতিতে বলেছেন, মধ্য গাজা উপত্যকার আল-মাগাজি ক্যাম্পে দখলদারদের দ্বারা সংঘটিত গণহত্যায় দেইর আল-বালার আল-আকসা শহীদ হাসপাতালে ৩০ জনেরও বেশি মৃতদেহ পৌঁছেছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, প্রাথমিকভাবে যে ৫১ জন নিহত হয়েছে তার থেকে এটি কম।

ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, বোমা হামলার সময় সেনাবাহিনী ওই এলাকায় কাজ করছিল কিনা তা তারা খতিয়ে দেখছেন।

গত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৯৪৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলে ১৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। সূত্র আল জাজিরা।

(ঢাকাটাইমস/০৫নভেম্বর/এফএ)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :