ইসি তফসিল জারি করে জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে: সমমনা জোট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২৩, ২৩:০৬

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বুধবার (১৫ নভেম্বর) রাতে তফসিল ঘোষণা করেছেন। জাতীয় দ্বাদশ নির্বাচনের এই তফসিল সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথে বাধা বলে মনে করছেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়কারী ডা. ফরিদুজ্জামান ফরহাদ।

বুধবার রাতে এক বিবৃতিতে ফরহাদ বলেন, জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা করা অবৈধ। জনগণ এই তফসিল প্রত্যাখ্যান করেছে।

ডা. ফরিদুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী মঙ্গলবার বলেছেন, দুয়েকদিনের মধ্যে তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার এখতিয়ারতো নির্বাচন কমিশনের (ইসি)। প্রধানমন্ত্রী ঘোষণা দেন, আওয়ামী লীগের মন্ত্রীরা বলেন কবে তফসিল ঘোষণা হবে। এসব ভূমিকার মধ্য দিয়ে ইসি কতটা স্বাধীন, তা বোঝা যায়। সরকার এই ইসিকে দিয়ে একতরফা নির্বাচন করতে চেয়েছে। আন্দোলনকে সহিংস আখ্যা দিয়ে দমন করতে চেয়েছে। সরকার একতরফা নির্বাচন দিয়ে ক্ষমতার বৈতরণি পার হতে চায়। জনগণ এবার তা গ্রহণ করবে না। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন আগেও হয়নি, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, এটি প্রমাণ হয়েছে।

জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্নয়কারী বলেন, এই তফসিল দেশে ও বিদেশে গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশের মানুষ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। এই তফসিল সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করল। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় চলমান আন্দোলনকে আরও জোরদার করার ঘোষণা সকলের প্রতি আহ্বান জানান তিনি।

(ঢাকাটাইমস/১৫নভেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

‘সব গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হবে এবং শিগগির স্বৈরতান্ত্রিক সরকারের পতন’

মামুনুল হকের জামিন, কারামুক্তির অপেক্ষা

হাসপাতাল থেকে বাসায় খালেদা জিয়া

ওমরাহ করতে সস্ত্রীক ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল

বিএনপির রাজনীতির মূল উদ্দেশ্য যে কোনো উপায়ে ক্ষমতা দখল: ওবায়দুল কাদের

রাজধানীতে জনসাধারণের মাঝে মহিলা পার্টির পানি ও শরবত বিতরণ

বিএনপি নয়, আ.লীগের নেতা ও তাদের স্বজনরা দেশ ছেড়ে যাচ্ছে: রিজভী

উপজেলা নির্বাচন: এমপি-মন্ত্রীর কোন কোন স্বজন অংশ নিতে পারবেন না জানালেন শেখ হাসিনা

এভারকেয়ারে ভর্তি খালেদা জিয়া, এবার কতদিন থাকতে হবে হাসপাতালে?

ত্যাগের মহিমায় মানবসেবা করে গিয়েছেন স্বামী বিবেকানন্দ: মেয়র তাপস

এই বিভাগের সব খবর

শিরোনাম :