স্ত্রীকে জাপটে ধরে বিশ্বকাপ হারের যন্ত্রণা ঢাকলেন বিরাট কোহলি

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ নভেম্বর ২০২৩, ০৯:০৪| আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০৯:০৫
অ- অ+

আরও একটা দুঃস্বপ্নের রাত গেল গোটা ভারতবাসীর। টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারটা অনেকেরই হজম হচ্ছে না। কিন্তু যারা এতদিন এক টানা এতগুলো ম্যাচ জেতালেন তাদের কী অবস্থা?

গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এবারের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারার পরই স্বামী বিরাট কোহলিকে জড়িয়ে ধরেন স্ত্রী অভিনেত্রী আনুশকা শর্মা। দিলেন সান্ত্বনা। কোহলিও স্ত্রীকে জাপটে ধরে বিশ্বকাপ হারার যন্ত্রণা ঢাকলেন।

২০০৩ সালে ঠিক এমনই হয়েছিল। ভয়ঙ্কর সেই স্মৃতি আবারও ২০ বছর পর ফিরে এলো। সে বারও এই অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হেরে স্বপ্ন ভেঙেছিল ভারতের। অতীতের পুনরাবৃত্তি ঘটিয়ে ফের একবার বিশ্বকাপ ট্রফি হাতছাড়া হলো ভারতীয়দের।

তবে ফাইনালে হারলেও গোটা টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফর্ম করেছেন তারা। নিজেদের পারফরমেন্স দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। ফাইনাল ম্যাচেও করেছেন অর্ধশতক।

সেই মুহূর্তে যেমন আনুশকা খুশি হয়েছিলেন, ঠিক তেমনই ভারত হারার পর বিরাটকে জড়িয়ে নেন বুকে। ভরসা আর সান্ত্বনা দেন স্বামীকে। তাদের সেই মুহূর্ত ফ্রেমবন্দি হয়েছে। যদিও ছবিতে বিরাটের মুখ দেখা যাচ্ছে না। কেবল জার্সির নাম এবং নম্বর স্পষ্ট।

এদিন মায়ের সঙ্গে মাঠে এসেছিলেন বিরাট কোহলির স্ত্রী আনুশকা। শোনা যাচ্ছে, তিনি ফের অন্তঃসত্ত্বা। এই অবস্থাতেও কোহলি এবং গোটা দলকে সমর্থন করতে মাঠে হাজির ছিলেন তিনি। সঙ্গে কেএল রাহুলের স্ত্রী অভিনেত্রী আথিয়া শেঠিকেও দেখা যায়। এছাড়া ছিলেন রোহিতের স্ত্রী রিতিকা, রবীন্দ্র জাদেজার স্ত্রীও।

ভারত আর অস্ট্রেলিয়ার ম্যাচ দেখতে এদিন একাধিক বলিউড তারকারা মাঠে এসেছিলেন। শাহরুখ খান, রণবীর সিং, দীপিকা পাড়ুকোনসহ আশা ভোঁসলেকেও দেখা যায় ভারতের হয়ে গলা ফাটাতে। এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

(ঢাকা টাইমস/২০নভেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা