ক্রীড়া জগতের সবচেয়ে বড় নিলাম হতে যাচ্ছে মেসির বিশ্বকাপজয়ী জার্সি

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ নভেম্বর ২০২৩, ১১:৩০
অ- অ+

নিলামে উঠতে যাচ্ছে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির ছয়টি জার্সি। যেগুলো পরে তিনি গত বছরের ফুটবল বিশ্বকাপে দেশের হয়ে খেলেন এবং নিজের প্রথম দেশের তৃতীয় শিরোপা অর্জন করেন।

শুধু তাই নয়, গত বছরের ডিসেম্বরে কাতারে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ফ্রান্সের জালে দুই গোল দেওয়াসহ গোটা আসরে মোট সাতটি গোল করে টুর্নামেন্ট সেরার পুরস্কারটিও বাগিয়ে নেন লিওনেল মেসি।

কাতার বিশ্বকাপে গায়ে জড়ানো মেসির সেই জার্সিই এবার কিনে নেওয়ার সুযোগ পাবেন ভক্তরা। তবে তার জন্য গুণতে হবে চড়া মূল্য। কারণ, মেসির ছয়টি জার্সির এই নিলাম হতে যাচ্ছে ক্রীড়া জগতের সবচেয়ে বড় নিলাম।

বিশ্বের অন্যতম বড় চিত্রকলা, অলংকার ও সংগ্রহে রাখার মতো অন্যান্য জিনিসের ব্রোকার হাউস সোথেবির পক্ষ থেকে এই নিলাম পরিচালনা করা হবে। যুক্তরাষ্ট্রভিত্তিক এই সংস্থা সব মিলিয়ে জার্সিগুলোর দাম আনুমানিক এক কোটি ডলার আশা করছে।

সেক্ষেত্রে ক্রীড়া জগতের সবচেয়ে দামি নিলাম হবে মেসির এই জার্সিগুলো। এই নিলামের জন্য প্রাথমিক ব্যবস্থা নিয়েছে এসি মোমেন্টো।

এদিকে মেসি জানিয়েছেন, এই নিলাম থেকে পাওয়া অর্থের একটি অংশ দেওয়া হবে ইউনিকাসের একটি প্রজেক্টে। স্পেনের বার্সেলোনার শিশু হাসপাতালের সঙ্গে শিশুদের দুরারোগ্য ব্যাধির চিকিৎসায় যৌথভাবে কাজ করছে এই প্রতিষ্ঠান।

বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত এই নিলাম চলবে। একই সময়ে প্রদর্শনীর জন্য রাখা হবে মেসির ছয়টি জার্সি।

(ঢাকাটাইমস/২১নভেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা