অবসরের সময় জানিয়ে দিলেন ডি মারিয়া

লম্বা সময় ধরে আর্জেন্টিনার হয়ে মাঠ মাতাচ্ছেন ডি মারিয়া। দীর্ঘ ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে কাতার বিশ্বকাপ ঘরে তুলে আর্জেন্টিনা। নীল-সাদা জার্সির কাতার বিশ্বকাপ জেতার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই তারকা। এবার নিজের সেই লম্বা ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন আর্জেন্টাইন এই তারকা।
কাতার বিশ্বকাপ শেষেই জাতীয় দল থেকে অবসর নেয়ার কথা ছিল বিশ্বকাপজয়ী ডি মারিয়ার। তবে জাতীয় সতীর্থ ও টিম ম্যানেজমেন্টের অনুরোধে তখন অবসরে যাওয়া হয়নি তার। তবে এ বার সময় এসেছে বুটজোড়া তুলে রাখার। আসন্ন কোপা আমেরিকার পর ফুটবলের মায়া ছাড়বেন বলে জানান এই আর্জেন্টাইন তারকা।
কোপা আমেরিকার আসন্ন আসর ২০২৪ সালের জুনে বসবে যুক্তরাষ্ট্রে। ওই আসরের পরই ডি মারিয়া আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেবেন। নিজেরে ইনস্টাগ্রামে পিএসজির সাবেক এই তারকা লিখেছেন, ‘কোপা আমেরিকা হবে আর্জেন্টিনার জার্সিতে আমার শেষ টুর্নামেন্ট। হৃদয়ের গভীরের কষ্ট ও বিষাদ কণ্ঠে আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর জিনিসটাকে বিদায় জানাব। যেটি আমি পরেছিলাম, যেটির জন্য ঘাম ঝরিয়েছিলাম এবং গর্বের সঙ্গে আমি যেটি অনুভব করি।’
আর্জেন্টিনার জার্সিতে কাতার বিশ্বকাপ জেতার পেছনে ডি মারিয়া রাখেন গুরুত্বপূর্ণ অবদান। আসরের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে একটি গোলও করেছিলেন সাবেক এই পিএসজি ও জুভেন্টাস তারকা। পুরো ১২০ মিনিট মাঠে থেকে আক্রমণভাবে রেখেছিলেন দুর্দান্ত অবদান।
আর্জেন্টিনার সর্বশেষ তিন আন্তর্জাতিক শিরোপা নিশ্চিতের ম্যাচেই গোল করেছেন ডি মারিয়া। বিশ্বকাপের আগে ২০২১ কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে জয়সূচক গোলটি এসেছিল তার পা থেকেই। এরপর ২০২২ ফাইনালিসিমায় ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে ম্যাচেও জালের খোঁজ পেয়েছিলেন তিনি। আর্জেন্টিনাকে ১৯৭৮ বিশ্বকাপ জেতানো কোচ সিজার লুইস মেনোত্তির মতে, লিওনেল মেসি, দিয়েগো ম্যারাডোনা ও মারিও কেম্পেসের সঙ্গে তুলনীয় ডি মারিয়া।
২০০৮ বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় ডি মারিয়ার। এরপর আলবিসেলেস্তেদের হয়ে ১৩২ ম্যাচে ২৯ গোল করেছেন তিনি।
(ঢাকাটাইমস/২৪ নভেম্বর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন