মারাকানা কাণ্ড: শাস্তি পেতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই!

ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। এই দুই দলের লড়াই দেখতে মুখিয়ে থাকে গোটা ফুটবল বিশ্ব। বুধবার (২২ নভেম্বর) ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দুই দল। তবে ম্যাচ শুরুর আগে সমর্থকদের সহিংস আচরণের নিয়ন্ত্রণ নিতে সেদিন সামরিক পুলিশের লাঠিচার্জও করতে হয়েছে। মারাকানা স্টেডিয়ামের গ্যালারিতে হওয়া নজিরবিহীন সেই সংঘর্ষের তদন্ত শুরু করেছে ফিফা। এর ফলে কড়া শাস্তির মুখে পড়তে চলছে মেসি এবং নেইমারের দুই দেশই।
মারাকানায় সংঘর্ষের ঘটনায় ফিফার তদন্তে দোষী সাব্যস্ত করা হয়েছে দুই দেশকেই। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের বিপক্ষে অভিযোগ হলো- তাদের দেশের সমর্থকদের উৎপীড়ন। গ্যালারিতে গিয়ে প্রথমে সংঘর্ষ ঘটানোর কর্মকাণ্ড করেছে আর্জেন্টিনার সমর্থকরাই। একই সঙ্গে ম্যাচ ৩০ মিনিট বিলম্বে শুরু করার সম্পূর্ণ দায় দায় চাপানো হয়েছে আর্জেন্টিনার ওপর।
ব্রাজিল ফুটবল ফেডারেশনের বিপক্ষে ফিফার অভিযোগ হলো, ‘স্বাগতিক বা আয়োজক হিসেবে যথেষ্ট নিরাপত্তমূলক ব্যবস্থা নিতে না পারার ব্যর্থতা।
রিও ডি জেনিরোয় গত বুধবার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। ম্যাচ শুরু হওয়ার আগে দু’দেশের ফুটবলারদের সারি বেধে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় গ্যালারির একাংশে আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ব্রাজিল সমর্থকর
দুই দেশের পতাকার প্রতি একে অপরে নিন্দাসূচক মন্তব্য করছিলো। যে কারণে সংঘর্ষ, চেয়ার ছোড়াঁছুড়ি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রায়ট পুলিশ এসে লাঠিচার্জ করে। তারা মূলত লাঠি চার্জ করে আর্জেন্টিনা সমর্থকদের ওপর। প্রতিবাদে লিওনেল মেসিরা এগিয়ে যায়। এমিলিয়ানো মার্টিনেজদের কেই কেউ নিজেরও সংঘর্ষে জড়ান। পরে মেসিরা মাঠ ছেড়ে উঠে যায়। শেষ পর্যন্ত খেলা শুরু হয় ৩০ মিনিট পর। এরপর নিকোলাস ওতামেন্দির গোলে ১-০ গোলে জয় পায় আর্জেন্টিনা।
জয়ের পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ মেসি লেখেন, ‘মারাকানায় দারুণ জয় পেলাম। কিন্তু ব্রাজিলের মাটিতে আরও একবার আর্জেন্টিনার সমর্থকদের নিগ্রহের ঘটনার জন্য এই ম্যাচটা আরও বেশি করে মনে থাকবে।’
বিষয়টি নিয়ে আগেই নিন্দা জানিয়েছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি বলেন, ‘ফুটবল মাঠে বা মাঠের বাইরের এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই। খেলোয়াড়, সমর্থক, প্রতিযোগিতায় লিপ্ত দলগুলো এবং তাদের কর্মকর্তারা একটি নিরাপদ পরিবেশের দাবিদার।’
তবে সেদিন কেবল দর্শকদের মাঝেই সেই বিবাদ সীমাবদ্ধ ছিল না, ম্যাচজুড়ে আর্জেন্টিনা-ব্রাজিলের ফুটবলাররাও বেশ কয়েকবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি করেন। ম্যাচের শেষ দিকে ব্রাজিলের জোয়েলিংটনকে লাল কার্ড দেখানো নিয়েও রয়েছে বিতর্ক। সেদিন ১-০ গোলের জয়ের মাধ্যমে বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকান পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে আর্জেন্টিনা। টানা তিন হারে ব্রাজিলের অবস্থান ছয়ে। তারা ৬ ম্যাচে কেবল দুটিতে জয় পেয়েছে, আরেকটি ম্যাচ হয়েছে ড্র।
(ঢাকাটাইমস/২৫ নভেম্বর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন