কেন্দুয়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের চেক হস্তান্তর
নেত্রকোনার কেন্দুয়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পৃষ্ঠপোষকতায় সান্দিকোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞানাগারের উপকরণ ক্রয়ের জন্য আড়াই লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। অনুষ্ঠানে সান্দিকোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বাবুল আহম্মদের হাতে চেকটি তুলে দেন প্রধান অতিথি।
শনিবার দুপুরে সান্দিকোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আনুষ্ঠানিকভাবে অনুদানের এ চেক হস্তান্তর করা হয়।
চেক হস্তান্তর অনুষ্ঠানে অধ্যক্ষ বাবুল আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্ দেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহকারী কিউরেটর নাদিরা ইয়াসমিন জুঁই।
প্রভাষক হোসাইন আহম্মদের সঞ্চালনায় বক্তব্য দেন, গর্ভনিং বডির সদস্য মতিউর রহমান রঞ্জন, সহকারী প্রধান শিক্ষক আনোয়ার উদ্দিন হিরন, বিজ্ঞান বিষয়ের সিনিয়র শিক্ষক জহিরুল ইসলাম খন্দকার ও সহকারী শিক্ষক ফারুক আহমেদ রাসেল।
(ঢাকাটাইমস/২৫ নভেম্বর/ইএইচ)