নিজেকে সব ফরম্যাটের অধিনায়ক হিসেবে যোগ্য ভাবেন নাজমুল হোসেন শান্ত

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২৩, ১২:৫১
অ- অ+

সব সমালোচনাকে পেছনে ফেলে নিজের পরফরম্যান্স দিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম ভরসার প্রতীক হয়ে উঠেছেন নাজমুল হোসেন শান্ত। হাজার ট্রলের শিকার হওয়া শান্ত হরহামেশাই নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ দলকে। এবার জানালেন ক্রিকেটের সব ফরম্যাটে অধিনায়কত্ব করার মতো যোগ্যতা রয়েছে তার। নিজেকে সব ফরম্যাটের অধিনায়ক হিসেবে যোগ্য ভাবেন তিনি।

বর্তমান সময়ে বাংলাদেশ ক্রিকেটের তিন ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বকাপের আগেই ওয়ানডে ফরম্যাটে আর অধিনায়কের দায়িত্ব পালন করবেন না তিনি। সে কারণে নতুন করে বিসিবির ভাবনা চলছে অধিনায়কত্ব ইস্যু নিয়ে। তবে এখন পর্যন্ত নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি। আপাতত নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের জন্য অধিনায়ক হিসেবে আছেন নাজমুল হোসেন শান্ত।

টাইগার ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত অবশ্য প্রস্তুত তিন ফরম্যাটের অধিনায়ক হতে। বিশ্বকাপে সাকিবের অনুপস্থিতিতে ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক হয়েছিলেন এই টপঅর্ডার ব্যাটার। এবার তার অ্যাসাইনমেন্ট টেস্টে।

সিলেটে প্রথম টেস্টের আগে আজ সোমবার গণমাধ্যমের মুখোমুখি হন টাইগার এই ব্যাটার। সেখানে তিন ফরম্যাটের অধিনায়কত্বের বিষয়ে প্রশ্ন করা হলে জানালেন তিনি বিশ্বাস করেন সব ফরম্যাটের অধিনায়ক হতে প্রস্তুত।

শান্ত বলছিলেন, 'তখন যেটা বলেছিলাম, সব ফরম্যাটের জন্যই আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় ওই যোগ্যতা আমার আছে। এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। আর যেই অধিনায়ক হবে সে যদি লম্বা সময় ধরে থাকে তাহলে তার প্লান করাটা সুবিধার হবে। সামনে যেই আসবে আমি মনে করি ও যদি সুযোগ পাই সে অনেক ভালো কিছু করবে এবং প্লান করতে সুবিধা হবে তার।'

অনেকের মতেই সিলেটে খেলতে নামা দলটাই নতুন এক বাংলাদেশ। অন্তত ৫জন অভিজ্ঞ ক্রিকেটার নেই এই ম্যাচে। কোচ হাথুরুসিংহেও বলছেন অভিজ্ঞদের মিস করবেন তিনি। তবে শান্ত শোনালেন ভিন্ন কিছু, ‘আমি একদম অনেক নতুন দল বলবো না। কিন্তু অভিজ্ঞতা কম। অবশ্যই এটা একটা না একটা সময় হবেই। বাংলাদেশ ক্রিকেটে যারা এতদিন খেলেছে সাকিব ভাই, তামিম ভাই, রিয়াদ ভাই, মুশফিক ভাই এখনও খেলছে। একটা সময় উনারা খেলবেন না।’

নতুনদের সুযোগ কাজে লাগানোর একটা উপযুক্ত সময় হিসেবেই এই সিরিজকে দেখছেন শান্ত, ‘এটাই একটা সময় আমি মনে করি। এটা একটা সুযোগ যে আমরা যারা তরুণ ক্রিকেটার বা নতুন দলে এসেছে তাদের জন্য একটা সুযোগ। এটা একটা চ্যালেঞ্জ হিসেবে নেওয়া উচিত এবং প্রত্যেক খেলোয়াড় তার জন্য প্রস্তুত। এই সুযোগটা কীভাবে কাজে লাগাবে সেটার জন্য তারা পরিকল্পনা করছে।’

আগামীকাল সকাল সাড়ে ৯টা থেকে সিলেটে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। আর দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে আগামী ৬ ডিসেম্বর ঢাকায়।

(ঢাকাটাইমস/২৭ নভেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা