পাপনের সাথে কী কথা হলো তামিমের?

বাংলাদেশ জাতীয় দলের হয়ে নিজের পরবর্তী সিদ্ধান্ত নিয়ে কথা বলতে আজ নাজমুল হাসান পাপনের সঙ্গে জরুরি বৈঠকে বসেন তামিম ইকবাল। ঘণ্টাখানেকেরও বেশি সময় ধরে আলোচনা চলে তামিম-পাপনের।
পাপনের বাসভবন থেকে বেলা দেড়টার কিছুক্ষণ পরই চলে যান তামিম। তবে গণমাধ্যমের সঙ্গে এদিন কোনো ধরণের কথাই বলেননি টাইগার এই ওপেনার। তামিম কথা না বললেও কথা বলেছেন বিসিবি সভাপতি। তিনি জানান, আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলবেন না তামিম।
তামিম ইকবাল ইস্যুতে বিসিবি সভাপতি জানান, তামিমের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বিপিএলের পর। পাপন বলেন, ‘বিপিএলের পর তামিমের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে সে ফিরবে না। আমার মেয়াদও শেষের দিকে। দায়িত্ব ছাড়ার আগে বেশকিছু কঠিন সিদ্ধান্ত নিতে চাই।’
চলতি বছর বাংলাদেশের হয়ে মাঠের ক্রিকেটে তেমন একটা দেখা যায়নি তামিম ইকবালকে। তবে মাঠে না থেকেই সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন এই ক্রিকেটার। অবসর কান্ড, বিশ্বকাপ দল থেকে অপ্রত্যাশিতভাবে বাদ পড়ায় তিনি ছিলেন গণমাধ্যমের কেন্দ্রবিন্দুতে।
চলতি বছরের জুলাইয়ে হুট করেই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তামিম। প্রধানমন্ত্রীর অনুরোধে সেই সিদ্ধান্ত থেকে সরে আসলেও ওয়ানডে বিশ্বকাপে খেলা হয়নি এই ক্রিকেটারের। সেসব ঘটনার অনেকদিন পেরোনোর পর আবারও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং তারপরেই পাপনে সঙ্গে সাক্ষাৎ নিয়ে ভক্তদের মনে বেশকিছু প্রশ্নের উদ্রেক ঘটে।
(ঢাকাটাইমস/২৭ নভেম্বর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন